জৈদুল সেখ, কান্দি: কেরোসিন তেল কম দেওয়ার অভিযোগ তুলে রেশন ডিলারকে ঘিরে মঙ্গলবার বিক্ষোভ দেখান কান্দি থানার অন্তর্গত বাঘডাঙা এলাকায়। স্থানীয়দের অভিযোগ গত একবছর ধরে রেশন ডিলার সুমন হাটি ৫০০ মিলিলিটারের তেলের বদলে ২৫০ মিলিলিটার করে তেল দিয়েছে বাকিটা তেল, ডিলার আত্মসাৎ করেছেন বলে বিক্ষোভ দেখায়।
পাশাপাশি তেলের দাম বেশি নেওয়ারও অভিযোগ তুলেছেন। বিগত এক বছর ধরে যতো পরিমাণ তেল তিনি দেননি সেই তেল দিতে হবে ও সঠিক দামে তেল দিতে হবে এই দাবিতে মঙ্গলবার সকাল থেকে রেশন ডিলার কে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। এই ঘটনার পর এলাকায় ব্যপক উত্তেজনা ছড়ায়। ঘটনাস্থলে কান্দি থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যদিও অভিযোগ অস্বীকার করেছেন রেশন ডিলার সুমন হাটি তিনি বলেন,”সঠিক মুল্যেই তেল দেওয়া হয় সরকারের নির্ধারিত দাম ৩৯.৪৮ টাকা রেটেই তেল দেওয়া হচ্ছিল।”
অন্যদিকে কান্দির রসড়ায় রেশন মালে দূর্নীতির অভিযোগে বিক্ষোভ দেখান।
রেশনে দুর্নীতি এবং দাম বেশি এই বিক্ষোভের জেরে কান্দি খাদ্য দপ্তরের আধিকারিকরা নড়েচড়ে বসেছে। কান্দী খাদ্য নিয়ামক আধিকারিক সারফদ্দীন আনসারি বলেছেন “গরিব লোকের মাল আত্মসাৎ করা অন্যায়। আমি এই বিষয়ে সাধারণ মানুষের কোনো অভিযোগ পাইনি তবে আমি ওই দুই রেশন ডিলারকে আজই শোকজ করছি।
তবে প্রশ্ন উঠেছে প্রতিটি রেশন দোকানে যেখানে খাদ্য পরিমাণ এবং তার সঙ্গে রেশনে প্রাপ্য প্রতিটি মালের দর লেখা থাকে তা সত্বেও এতো বড়ো দূর্নীতি গরীব মানুষ যেখানে কিছুটা হলেও উপকৃত হয়!
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct