কুতুবউদ্দিন মোল্লা, ক্যানিং: করোনা মহামারীর দ্বিতীয় ঢেউয়ে জর্জরিত সমগ্র দেশ তথা সাধারণ মানুষ।চলছে লকডাউন। সমস্ত যানবাহন সহ লোকাল ট্রেন চলাচল বন্ধ। লকডাউনের জন্য বিপাকে পড়েছেন অসহায় ফুটপাথবাসী সাধারণ মানুষ থেকে অসংখ্য ভিক্ষুকরা। কারণ ট্রেন সহ অন্যান্য যানবাহন সচল থাকলে তাঁরা ভিক্ষা বৃত্তি করে জীবিকা নির্বাহ করতেন। বর্তমানে লকডাউনের জেরে সমস্ত কিছু বন্ধ হওয়ায় তাঁরা অনাহারে,কখনও বা অর্ধাহারে দিন যাপন করছেন। এমত অবস্থায় অসহায় মানুষের কথা ভেবে এগিয়ে এসেছে মঠেরদিঘী পল্লী সেবাসদন নামে জীবনতলা থানা এলাকার এক স্বেচ্ছাসেবী সংস্থা। সংস্থার অন্যতম সদস্য দৈহিক ভাবে প্রতিবন্ধী খোকন মন্ডলের উদ্যোগে শুরু হয়েছে অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে রান্না করা খাবার দেওয়ার প্রক্রিয়া।
প্রতিবন্ধী যুবকের এমন উদ্যোগ কে সাধুবাদ জানিয়েছে সাধারণ মানুষজন।বুধবার দুপুরে ক্যানিং ষ্টেশন,তালদি ষ্টেশন ও মাতলা ব্রীজ সংলগ্ন এলাকায় ঘুরে ঘুরে প্রায় ৪০ জন অসহায়ের হাতে রান্না করা খাবার তুলে দিয়েছেন খোকন।
এমন উদ্যোগ প্রসঙ্গে খোকন জানিয়েছে “বিগত দিনে লকডাউন এবং প্রাকৃতিক দুর্যোগের সময় সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলাম। বর্তমান আবার লকডাউন শুরু হওয়ায় অসহায় মানুষজন মহাবিপাকে পড়েছেন। তাঁদের কথা চিন্তা করে বাড়িতে বসে না থেকে তাদের কে আবার সহযোগিতা করার মাঠে নেমে কাজ শুরু করেছি। যতদিন লকডাউন চলবে ততদিন যাবৎ আমরা ৪০ জন অসহায় মানুষের হাতে রান্না করা খাবার তুলে দেবো।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct