আপনজন ডেস্ক: গত বছর পাকিস্তানে টুর্নামেন্টটা হওয়ার কথা ছিল। করোনা ভাইরাস তা হতে দেয়নি। সে সময় টুর্নামেন্টটা স্থগিত করে এ বছরে শ্রীলঙ্কায় আয়োজিত হবে বলে ঠিক করে রাখা ছিল। কিন্তু আরেকবার এশিয়া কাপের শত্রু হয়ে হাজির হল করোনা। এ বছরও হচ্ছে না এশিয়া কাপ!
শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী অ্যাশলি ডি সিলভাকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা এএফপি লিখেছে এ খবর। ‘বর্তমান অবস্থার কারণে এ বছরের জুনে টুর্নামেন্টটা আয়োজন করা সম্ভব নয়’—সাংবাদিকদের বলেছেন অ্যাশলি ডি সিলভা। টুর্নামেন্টটা আবার কখন হতে পারবে তা নিয়েও আছে শঙ্কা।
এএফপি জানাচ্ছে, অ্যাশলি ডি সিলভা সাংবাদিকদের বলেছেন যে এই টুর্নামেন্ট ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের আগে হওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। প্রসঙ্গত, এ বছরের অক্টোবরে ভারতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে এবার এশিয়া কাপও টি-টোয়েন্টি সংস্করণে হওয়ার কথা ছিল। করোনার সংক্রমণ এ অঞ্চলে কয়েক মাস ধরেই অনেক বেড়ে চলেছে। করোনার দ্বিতীয় ঢেউয়ে কেঁপে যাওয়া ভারতে ব্যাপক মানুষ মারা যাওয়ায় এবছর এশিয়া কাপ হওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct