আপনজন ডেস্ক: সম্প্রতি আসানসোলের কাজী নজরুল বিশ্ববিদ্যালয় প্রথম সেমিস্টার পরীক্ষার ফর্ম ফিলাপ বিষয়ক একটি বিজ্ঞপ্তি জারি করেছে তাদের ওয়েবসাইটে। এই বিজ্ঞপ্তি প্রকাশ হতেই ক্ষোভে ফুঁসছে বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কলেজগুলোর আইন বিভাগের শিক্ষার্থীরা। ছাত্র ছাত্রীদের অভিযোগ করোনা আবহের মধ্যে বিশ্ববিদ্যালয় অমানবিকভাবে তাদের উপর লাগামছাড়া পরীক্ষার ফি চাপিয়ে দিয়েছে। উল্লেখ্য, আইন বিভাগের অনলাইন পরীক্ষার ফর্ম ফিলাপের জন্য প্রতিটি বিষয়ের ক্ষেত্রে ৪০০ টাকা করে মোট আটটি বিষয়ের জন্য ৩২০০ টাকা ফি ধার্য করেছে বিশ্ববিদ্যালয়।
শিক্ষার্থীদের অভিযোগ, কিছুদিন আগেই ‘বিষয় এনরোলমেন্টে’র নামে ৮০০ টাকা জমা করেছেন তারা। এরপরেও বিশ্ববিদ্যালয় প্রত্যেক বিষয়ের জন্য ৪০০ টাকা করে ফি ধার্য করেছে, যেটা কেবল অমানবিক নয়, অন্যায্যও।
শিক্ষার্থীদের আরও অভিযোগ, সম্পূর্ণ অন্যায়ভাবে এই ফি তাদের ওপর চাপিয়ে দিচ্ছে বিশ্ববিদ্যালয়। আর তাই তারা এই পরীক্ষার ফি জমা করবেননা। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের সিদ্ধান্ত থেকে সরে না এলে শিক্ষার্থীরা পরীক্ষা বয়কট করতেও পিছপা হবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct