আপনজন ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারি মাইক পম্পেও বলেছেন, মহামারি করোনাভাইরাস উহানের সেই ল্যাব থেকেই ছড়িয়েছে। প্রাপ্ত আলামত ও তথ্যের উপর ভিত্তি করেই তা নিশ্চিত হওয়া গেছে।
তিনি বলেন, করোনাভাইরাসের উৎস ধামাচাপা দিতে তোড়জোড় করেছে চীনের ক্ষমতাসীন চাইনীজ কমিউনিস্ট পার্টি। উহান ইনিস্টিটিউট অব ভাইরোলজি থেকে অনেক কিছুই তারা মুছে ফেলেছে।
ওই ল্যাব থেকেই মহামারি ভাইরাসটি ছড়িয়েছে এমন দাবি করে পম্পেও বলেন, ভাইরাসটির উৎস সম্পর্কে তথ্য জোগাড় করতে আমাদের সর্বোচ্চ যতটুকু সম্ভব ততোটুকুই করার চেষ্টা করেছি। চীনারা বিষয়গুলো খুব বাজেভাবে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিলো।
পুনরায় চীনের কোনো ল্যাব থেকেই একই রকম দুর্ঘটনা ঘটতে পারে এমন আশংকা করে সাবেক এই মার্কিন কূটনৈতিক বলেন, করোনার মতো আরও ভাইরাস রয়েছে। যেগুলো চীনের বিভিন্ন ল্যাবে মজুদ আছে। ভবিষ্যতে সেখানে থেকে ভাইরাস ছড়িয়ে পড়বে না এমন কোনো নিশ্চয়তা কিন্তু নেই।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct