আপনজন ডেস্ক: প্রত্যাশাটা ছিল গত কয়েক মাস ধরেই। আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন এবি ডি ভিলিয়ার্স। কিন্তু ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ) নিশ্চিত করেছে, অবসর ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন না ডি ভিলিয়ার্স।
২০১৮ সালে তিনি দক্ষিণ আফ্রিকা জাতীয় দল ছাড়ার ঘোষণা দিয়েছিলেন। সেই সিদ্ধান্তই চূড়ান্ত বলে মনে করেন ডি ভিলিয়ার্স। সিএসএ জানিয়েছে, ‘অবসর নেওয়া চূড়ান্ত’ থাকবে বলে সিদ্ধান্ত নিয়েছেন ডি ভিলিয়ার্স।
এর মধ্য দিয়ে চলতি বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে ৩৭ বছর বয়সী এই ব্যাটসম্যানের খেলার সম্ভাবনাও শেষ হয়ে গেল। জাতীয় দল ছাড়ার পর ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলে যাচ্ছেন ডি ভিলিয়ার্স। এ বছর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে তিনি আইপিএলে খেলার সময় সংবাদমাধ্যমে গুঞ্জন উঠেছিল, দক্ষিণ আফ্রিকা জাতীয় দলে ফিরতে প্রোটিয়াদের কোচ মার্ক বাউচারের সঙ্গে কথা বলছেন ডি ভিলিয়ার্স। অক্টোবর-নভেম্বরে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে এ গুঞ্জন উঠেছিল। কিন্তু সিএসএ জানিয়েছে, ডি ভিলিয়ার্সের সঙ্গে তাঁর ফেরা নিয়ে আলোচনা শেষ হয়েছে। তবে ইতিবাচক কোনো নতুন খবর জানাতে পারেনি বোর্ড। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি ও টেস্ট সিরিজ সামনে রেখে গড়া স্কোয়াড নিয়েই কথা হয়েছে বেশি। তবে বাউচারের সঙ্গে কথা চলাকালে ডি ভিলিয়ার্স জাতীয় দলে ফেরার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছিলেন, ‘গত বছর সে (বাউচার) জানতে চেয়েছিল, আমি আগ্রহী কি না। বলেছিলাম, অবশ্যই।’
ডি ভিলিয়ার্স ২০১৮ সালের মে মাসে অবসর নেওয়ার পর থেকেই নিয়মিত বিরতিতে তাঁর ফেরার গুঞ্জন চাউর হয়েছে। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের আগে ফিরে আসার সবচেয়ে কাছাকাছি ছিলেন ওয়ানডেতে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়া এই ব্যাটসম্যান। সংবাদমাধ্যম তখন জানিয়েছিল, একেবারে শেষ মুহূর্তে দক্ষিণ আফ্রিকা দলে ফেরার কথা বলেছিলেন তিনি। কিন্তু প্রোটিয়া টিম ম্যানেজমেন্ট তখন সাড়া দেয়নি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct