আপনজন ডেস্ক: করোনার থাবা দ্বিতীয়বারের জন্য যখন প্রসারিত হয়ে চলেছে, তখন রাজ্যের ছাত্র-ছাত্রীদের পাশে দাঁড়াতে আরো একবার কোমর বেঁধে নেমে পড়েছেন শিক্ষক-শিক্ষিকা। সম্পূর্ণ বিনামূল্যে তাদের জন্য নেওয়া হয়েছে নানান কর্মসূচি। বিশেষ করে বর্তমানে যারা দশম শ্রেণীর ছাত্র-ছাত্রী তাদের জন্য সমস্ত বিষয়ে অনলাইনের ক্লাসের ব্যবস্থাপনা। প্রতিদিন ক্লাসের ফাঁকে ফাঁকে চলছে মোটিভেশনাল ক্লাস, স্কলারশিপ টেস্ট, অধ্যায় ভিত্তিক পরীক্ষা ইত্যাদি। গত রবিবার সন্ধ্যায় এরকমই এক অনলাইন আলাপচারিতার আয়োজন করা হয়। যেখানে ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের সঙ্গে অংশ নেন শিক্ষা জগতের বিভিন্ন গুণীজনেরা। বিজ্ঞানী মতিয়ার রহমান খান, বিজ্ঞানী শৈবাল রায়, অধ্যাপক শুভময় দাস, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক শশাঙ্ক শেখর মন্ডল, বিশিষ্ট মনোবিজ্ঞানী অরিজিৎ রায়, বিশিষ্ট শিক্ষক সাহাবুল ইসলাম, গৌরাঙ্গ সরখেল, নায়ীমুল হক প্রমূখ।
এদিনের অনুষ্ঠান সূচনা করে কৃতী ছাত্র মাসুম আখতার। ২০১৭ সালে মাধ্যমিকে চতুর্থ এবং ২০১৯ এ উচ্চ মাধ্যমিকে দ্বিতীয় হয়ে বর্তমানে মাসুম এম বি বি এস এর দ্বিতীয় বর্ষের ছাত্র।
এদিনের অনুষ্ঠানের আয়োজক আখের সর্দার জানান খুব শীঘ্রই তাঁরা সিবিএসই - আইসিএসই বোর্ড এর ছাত্রছাত্রীদের জন্য নিতে চলেছেন একাধিক কর্মসূচি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct