রাকিবুল ইসলাম, হরিহরপাড়া: পাটের জমিতে ছাগল ঢুকে পাট গাছ নষ্ট করে দেওয়ার প্রতিবাদ করায় বচসা, আর তার জেরেই খুন প্রাক্তন সেনা জওয়ান আবুল কালাম শাহ। সোমবার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চলা মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার স্বরূপপুর দাওতের মোড় এলাকায়। পরিবার সূত্রে জানা যায় আবুল কালাম শাহের পাটের জমিতে ছাগল ঢুকে গাছ নষ্ট করছিল। তিনি ছাগলটি ধরে নিয়ে ছাগল মালিকের কাছে নিয়ে যাচ্ছিলেন। সেই সময় প্রতিবেশিদের সঙ্গে বচসা বাধলে, ইট দিয়ে মারধরের অভিযোগ ওঠে ছাগল মালিক সহ স্থানীয় আরো ৯জনের বিরুদ্ধে। লাঠিসোঁটা দিয়েও বেধরক মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনাস্থলে লুটিয়ে পড়েন তিনি।
স্থানীয়রা তড়িঘড়ি হরিহরপাড়া ব্লক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় হরিহরপাড়া থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে পাঠায়। ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানায় মৃত প্রাক্তন জওয়ানের পরিবারের লোকেরা। ঘটনায় মৃতের পরিবারজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে শুধু কি জমিতে ছাগল যাওয়াকে কেন্দ্র করেই এই ঘটনা নাকি পুরোনো বিবাদের জেরে এই খুন? গোটা ঘটনার তদন্ত শুরু করেছে হরিহরপাড়া থানার পুলিশ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct