রাকিবুল ইসলাম, বহরমপুর: করোনার দ্বিতীয় ঢেউ এ নাজেহাল অবস্থা গোটা দেশে। প্রতিনিয়ত বেড়ে চলেছে আক্রান্তের সংখ্যা। এই বেড়ে চলাকে রুখতে রাজ্য জুড়ে শুরু হয়েছে লকডাউন। বন্ধ লোকান ট্রেন থেকে শুরু করে সমস্ত সরকারি ও বেসরকারি যানবাহন। আর তাতেই বেগতিকে পড়েছেন বেশকিছু মানুষ। দিন আনা দিন খাওয়া মানুষ গুলির কাছে এই লকডাউন ভয়ের বার্তা নিয়ে আসছে বলে মনে করছেন অনেকে। বাস বন্ধ। ফলে রোজগারে টান পড়ছে বাস পরিষেরার সঙ্গে জড়িয়ে থাকা সকলেরই।
লকডাউন ঘোষণা করেছে রাজ্য। সব জেনেও বাড়ি পৌঁছানোর জন্য ছোট ছোট কোলের তিন সন্তনকে নিয়ে বেড়িয়ে পড়েছেন এই দম্পতি। কোন রকমে মুর্শিদাবাদের বহরমপুর বাস স্ট্যান্ড পর্যন্ত আসতে পারলেও বাকি রাস্তা যাবার কোন উপায় দেখতে পাচ্ছে না মতিঝিল ইসলাম।
সরকারের এই লকডাউনের সিদ্ধান্তকে আবার সমর্থনও জানিয়েছেন অনেকে। করোনার প্রকোপকে রুখতে এই সিদ্ধান্ত একান্তই জরুরি বলে দাবি করেছেন পথচলতি ব্যক্তি সেখ আবুল কালাম। তবে, লকডাউনের কথা জানতে না পারায় অনেকে রাস্তায় দাঁড়ি থাকছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct