সজিবুল ইসলাম, জলঙ্গি: রবিবার ভারত বাংলাদেশ সীমান্ত জলঙ্গী থানার চরভদ্র বিএসএফ ক্যাম্প এরিয়ার মুরাদপুর গ্রামের চাষিদের চাষের কাজে চরে যেতে বাধা দেওয়ার অভিযোগে ক্যাম্প ঘেরাও করলেন স্থানীয় চাষিরা।
খবর পেয়ে ঘটনা স্থানে ছুটে আসেন জলঙ্গি ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি রাকিবুল ইসলাম সহ জলঙ্গি থানার ওসি উৎপল কুমার দাস গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন ।
এবং পরে বিডিও অফিসের কনফারেন্স রুমে চাষিদের নিয়ে বিএসএফ আধিকারিক ও বিডিও শোভন দাস ,ওসি উৎপল দাস,এবং স্থানীয় জনপ্রতিনিধিরা মিলে সমাধান করার উদ্দেশে একটি আলোচনার ব্যবস্থা করেন।
সেই মত বিকেল পরে জলঙ্গী বিডিও অফিসের কনফারেন্স রুমে সকল কে নিয়ে আলোচনা শুরু হয়।সেখানে চাষিদের সমস্যার কথা শুনেন সকলে। এবং চাষিদের চাষের কাজে চরে যাবার অনুমতি দেন বলে জানা যায়।
এই ঘটনা কোনো নতুন বিষয় নয় সীমান্ত এলাকার চাষীদের কাছে ,আর চরে যাবার জন্য হাজারো কৈফিয়ত দিতে হয় সীমান্ত রক্ষী বাহিনী দের।তার পরে ভোটার কার্ড জমা করে যেতে হয় ,এমনকি চাষের জন্য কীটনাশক নিয়ে যেতে গেলে অনেক সমস্যার মুখে পড়তে হয় বলে জানা চরের চাষীরা।
এই ঘটনার স্থায়ী সমাধানের চেষ্টা চলছে বলে জানান ব্লক সভাপতি রাকিবুল ইসলাম। তিনি আরো বলেন যে চাষীদের সত্যি অনেক সমস্যার মধ্যে পড়তে হয় চরের কাজে যাবার জন্য।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct