আপনজন ডেস্ক: সোমবার বিনা নোটিশে ডেকে চার নেতা ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়কে সিবিআই গ্রেফতার করায় সোচ্চার হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফিরহাদ হাকিমও বলেছিলেন আইনি পথেই মোকাবিলা হবে। অবশেষে তাতে জয় পেলেন এই চার নেতা। নারদা মামলায় গ্রেফতার হওযা এই চার নেতার ব্যক্তিগত ৫০ হাজার টাকার বন্ডে জামিন মঞ্জুর হয়েছে ব্যাঙ্কশাল কোর্টে।
ফলে, দিনভর টান টান উত্তেজনার মধ্য দিয়ে এই চার নেতা অন্তর্বর্তীকালীন জামিন পেয়ে গেলেন। হাসি ফুটল তৃণমূল সমর্থকদের।
ব্যাঙ্কশাল কোর্টের বিশেষ আদালতে ভার্চুয়াল শুনানি হয় এদিন। শুনানি শুরু হওয়ার আগে থেকেই তৃণমূলের কর্মী সমর্থকদের মধ্যে আমা ছিল জামিন হবেই। সেই আশা সত্যি হল অন্তর্বর্তী জামিন পাওয়ায়। সূত্রের খবর, এই সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে যাবে সিবিআই।
২০১৬ সালের নারদ মামলায় সোমবার সকালেই নিজাম প্যালেস থেকে নারদ মামলায় গ্রেফতারের পর রাজ্যের দুই বর্তমান মন্ত্রী ফিরহাদ হাকিম ও সুব্রত মুখোপাধ্যায়, এবং প্রাক্তন মন্ত্রী মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়ের জামিনের আবেদনের শুনানি চলে ব্যাঙ্কশাল আদালতে। তৃণমূলের নেতাদের হয়ে এ দিন আদালতে সওয়াল করেন তৃণমূল সাংসদ তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। গোটা ঘটনায় চার্জশিট পেশ হলেও কেন তাঁদের গ্রেফতার করা হল, সোমবার এই প্রশ্ন তোলেন খোদ বিচারক। তখনই বোঝা যায় জামিন পেতে পারেন। আর সেটাই হল।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct