বাবলু প্রামাণিক, বারুইপুর: লকডাউনের প্রথম দিনে সকাল ১০ টা নির্ধারিত সময়ের পর বিভিন্ন দোকান খোলা থাকায় অভিযান চালাল পুলিশ। সোনারপুর ও বারুইপুরে এই অভিযান চলে। বারুইপুরের কাছারি বাজার, পুরাতন বাজার, ফুলতলা, হাসপাতাল সংলগ্ন বাজার এলাকায় রবিবার বারুইপুর এস ডি পিও অভিষেক মজুমদার, আই সি দেবকুমার রায় অভিযান চালায়। মোট ১২ জন ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। বাজেয়াপ্ত করা হয়েছে ওজন বাটখারা।
এদিন লকডাউনের শুরুর দিনেই সকালে কাছারি বাজারে মানুষের ভিড় উপচে পড়ে। অভিযোগ, এর মধ্যেই ডিমের দামের কালোবাজারি শুরু করেছে একদল ব্যবসায়ী। এর জেরে সাধারণ মানুষকে বাজার করতে এসে নাজেহাল হয়ে ফিরে যেতে হয়েছে। অনেক ক্রেতা অভিযোগ করেন, ডিমের দাম একলাফে ৬ টাকা করে নেওয়া হয়েছে। এমনকি, এক ট্রে ডিম কেউ ১৮০ টাকা কেউ ২১০ টাকা পর্যন্ত নিয়েছে। ৯ টার পর থেকেই ডিম উধাও হয়ে গিয়েছে বাজারে। কোন কোন ব্যাবসায়ি ডিমের প্যাকেট অন্যত্র সরিয়ে রেখেছেন। যদিও ব্যবসায়ীদের সাফাই, ডিমের জোগান ঠিক মত আসেনি। তাই ডিমের আকাল হচ্ছে। এদিকে, বারুইপুরের পাশাপাশি সোনারপুর থানার পুলিশ সোনারপুরের স্টেশন বাজার, ঘাসিয়াড়া বাজারে পুলিশ অভিযান চালায়। লকডাউন বিধি মানছে কিনা তা খতিয়ে দেখার পাশাপাশি মাইকিং করে লকডাউন নিয়ে সচেতন করা হয় মানুষজনকে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct