হাটে বাজারে
আপনজন ডেস্ক: বেঙ্গালুরুস্থিত ইলেকট্রিক ভেহিকেল স্টার্টআপ সিম্পল এনার্জি তাদের প্রথম ফ্ল্যাগশিপ ই-স্কুটার আগামী ১৫ আগস্ট লঞ্চ করবে বলে ঘোষণা করেছে। আপাতত মডেলের নাম ঠিক না হলেও, ই-স্কুটারটির জন্য কোড নাম রাখা হয়েছে Mark 2। উল্লেখ্য, সংস্থাটি গত বছর Mark 1 কোড নামে স্কুটারটির একটি প্রোটোটাইপ ভার্সন তৈরি করেছিল। এখন কোম্পানির প্রেস বিবৃতিতে বলা হয়েছে, তাদের প্রথম ইলেকট্রিক স্কুটারের দাম ১.১০ লক্ষ থেকে ১.২০ লক্ষ টাকার মধ্যে হবে।
ইলেকট্রিক স্কুটারে ৪.৮ কিলোওয়াট ব্যাটারি প্যাক ব্যবহার করেছে। স্কুটারটির সর্বোচ্চ গতিবেগ হবে ১০০ কিমি/ঘন্টা এবং মাত্র ৩.৬ সেকেন্ডেই এটি ০-৫০ কিমি গতিবেগ তুলতে সক্ষম হবে। স্কুটারটি ইকো, নর্মাল, ও স্পোর্টস রাইডিং মোডের সাথে আসবে। একবার চার্জে ই-স্কুটারটির ২৪০ কিমি পথ চলতে পারবে।
মার্ক ২-এর লিথিয়াম-আয়ন ব্যাটারি ০-৮০ শতাংশ চার্জ হতে সময় নেবে ৪০ মিনিট, ০-১০০ শতাংশ চার্জ হতে সময় নেবে ১ ঘন্টা ৫ মিনিট। আবার ফাস্ট চার্জিংয়ের সাহায্যে মাত্র ২০ মিনিটেই ৫০ শতাংশ চার্জ দেওয়া যাবে। উল্লেখ্য, মার্ক ২ স্কুটারটির জন্য ব্যবহৃত ৯০ শতাংশ যন্ত্রাংশ স্থানীয় বাজার থেকে আমদানি করা হচ্ছে বলে সিম্পল এনার্জি আগেই ঘোষণা করেছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct