উচ্চমাধ্যমিকের ফল প্রকাশের পর অনেকেই ভাবে কোথায় পড়বো ,কি নিয়ে পড়বো। অনেকেই ভাবি কি নিয়ে পড়লে তাড়াতাড়ি জীবনে প্রতিষ্ঠিত হওয়া যায়। তাই উচ্চমাধ্যমিকে পরে যারা ফার্মেসী নিয়ে পড়াশোনা করে ভবিষ্যৎ গড়তে চাও তাদের জন্য কিছু কথা ও তথ্য। এই বিষয়ে আলোকপাত করেছেন সামিনুর আলম....
ফার্মাসি কি?
ফার্মেসী সাব্জেক্ট টা হলো ওষুধ নিয়ে
পড়াশোনা। ফার্মেসি স্বাস্থ্যবিজ্ঞ্যানের একটি বিশেষ শাখা যা মূলত রসায়নের সাথে জীববিজ্ঞ্যানের একটি যোগসূত্র হিসাবে কাজ করে। মুলত ঔষধ ও কসমেটিকসের প্রস্তুতি, ব্যবহার এদের নিরাপদ ও সঠিক বিতরণ ও পরিবেষণ(Dispensing) ইত্যাদি সবই এর আলোচ্য বিষয়। আধুনিক যুগের ফার্মাসিস্টদের কাজ হচ্ছে ঔষধ উৎপাদন ও সংরক্ষণ,ঔষধ সম্পর্কে সঠিক তথ্য বিতরণ, এর সঠিক ব্যবহার নিশ্চিতকরণ, সঠিক চিকিৎসাগত প্রয়োগ ইত্যাদি। অতঃপর একজন ফার্মাসিস্ট হলেন সেই বেক্তি যে এই সকল বিষয়ে অভিজ্ঞতা অর্জন করেন।
যোগ্যতা :-উচ্চমাধ্যমিকে ফিজিক্স,কেমিসটিরি ,বায়োলজিতে ৫০ শতাংশ নং থাকেলেই পরীক্ষাতে বসতে পাবে ।
কোর্স:-
ফার্মেসীতে দুটো কোর্স আছে,যথাক্রমে
১।D.Pharmacy:-উচ্চ মাধ্যমিকে ফিজিক্স,কেমিসটিরি ,বায়োলজিতে ৫০ শতাংশ সরাসরি এবং নং এর ভিত্তিতেও ভর্তি হয়।
২।B.Pharmacy :-এতে ভর্তি হতে গেলে WBJEE পরীক্ষা দিতে হয়। পরীক্ষা :
West Bengal Joint Entrance Examination
ওয়েবসাইট:-Wbjee.nic.in
সরকারী কলেজ:-
১। Jadavpur University, (Jadavpur,Kolkata)
২। Institute of Pharmacy, (Jalpaiguri)
বেসরকারী কলেজ:-
১। NSHM Knowledge Campus, (Tollygunge ,Kolkata)
২। Guru Nanak Institute of Pharmaceutical Science and Technology(Sodepur,Kolkata)
৩। B.C.D.A. College of Pharmacy(HRIDAYPUR ,District 24 Parganas)
৪। Dr. B.C. Roy College Of Pharmacy(Durgapur)
৫। Calcutta Institute of Pharmaceutical Technology and Allied Health Sciences(Howrah)
৬। Gupta College of Technological Sciences(Asansol)
৭। Adamas University(Barasat,Kolkata)
৮। Techno India University(Salt Lake City,Kolkata)
৯। Netaji Subhas Chandra Bose Institute of Pharmacy(Chakdah,Kolkata)
১০। ANAND COLLEGE OF EDUCATION, DEBRA(PASCHIM MEDINIPUR)
১১। BENGAL COLLEGE OF PHARMACEUTICAL SCIENCE & RESEARCH, DURGAPUR
১২। BENGAL COLLEGE OF PHARMACEUTICAL TECHNOLOGY, DUBRAJPUR, BIRBHUM
১৩। BENGAL SCHOOL OF TECHNOLOGY, SUGANDHA, HOOGHLY
১৪। BHARAT TECHNOLOGY, ULUBERIA, HOWRAH
১৫। BIRBHUM PHARMACY SCHOOL, HETAMPUR,BIRBHUM
১৭। EMINENT COLLEGE OF PHARMACEUTICAL TECHNOLOGY, BARASAT
১৮। GITANJALI COLLEGE OF PHARMACY, LOHAPUR, BIRBHUM
১৯। GLOBAL COLLEGE OF PHARCEUTICAL TECHNOLOGY, KRISHNANAGAR
২০। HALDIA INSTITUTE OF PHARMACY, HALDIA
২১। M.R. COLLGE OF PHARMACEITICAL SCIENCE AND RESEARCH, BIRA, ASHOKNAGAR
২২। SANAKA EDUCATION TRUSTS GROUP OF INSTITUTIONS, DURGAPUR, BURDWAN
২৩। BRAINWARE UNIVERSITY, BARASAT
২৪। JIS UNIVERSITY, AGARPARA
২৫। SISTER NIVEDITA UNIVERSITY, NEW TOWN
২৬। THE NEOTIA UNIVERSITY, DIAMOND HARBOUR ROAD, SARISHA
B. Pharma পর পরবর্তী জব
১। উচ্চতর শিক্ষা যেমন M.Pharm বা MBA করা
২। ড্রাগ ইনস্পেক্টর
৩। সরকারি হাসপাতালে ফার্মাসিস্ট হিসাবে যোগদান
৪। মেডিক্যাল রাইটার
৫। ড্রাগ সেফটি অ্যাসোসিয়েট
৬। ফর্মুলেশন ডেভলপ অ্যাসোসিয়েট
৭। সেলস এন্ড মার্কেটিং এক্সিকিউটিভ
৮।QA/QC অ্যাসোসিয়েট
৯। মেডিসিন শপ খুলে নিজে ব্যবসা করা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct