ওমর ফারুক (আসিফ)
সঙ্গপোনে ওৎপেতে
সৌভার্তৃত্বের সোনার দেশে
আমি, তুমি বা সে -
জাতি দাঙ্গার ইন্ধন হাতে,
নিজের জানতে বা অজান্তে
নতুন কিছুর প্রত্যাশায়
অমোঘ ইশারার প্রতীক্ষায় আছি বসে।।
অথচ
চাণক্য চতুর শোষক লোভাতুর
রচিছে ষড়যন্ত্র, গড়িছে সন্ত্রাসের আঁতুড়,
পর্দার আড়ালে চলে ফিসফাস
আজ ভারী হয়েছে বাতাস,
জেনো -
সে এক গভীর পরিকল্পিত
সংঘবদ্ধ অভিসন্ধি মূলক প্রয়াস।।
বোঝোনি!
সত্যই বোঝোনি?
অন্তরালে স্বার্থের সাথে স্বার্থের সংঘাতে
অগ্নি স্ফুলিঙ্গ জ্বালাবার তরে
প্রকৌশলী দাঙ্গা বিশারদরা - সব পারে
মাতৃ, ভার্তৃ বা শিশু হত্যা, ধর্ষন অকাতরে।।
এখনও!
আমি, তুমি বা সে -
জাতি দাঙ্গার ইন্ধন হাতে,
নিজের জানতে বা অজান্তে
নতুন কিছুর প্রত্যাশায়
অমোঘ ইশারার প্রতীক্ষায় আছি বসে?
এসো, এসো সবে মিলেমিশে
সতর্ক হই অবশেষে
জেনো -
সে’ও মোর ভার্তৃ প্রতিম
তারও রক্ত লাল রক্তিম।।
ভুলোনা
জাতি দাঙ্গার ইন্ধন তব হাতে
এই শুভ প্রাতে -
এসো, এসো করি অঙ্গীকার
ধাত্রী মায়ের শপথে।
বলি,
মোরা এক জীবনে মৃত্যুতে।
নিঃস্বার্থ, নিঃশর্ত হাতে হাত জড়ায়ে
ভালোবাসার উষ্ণ নিঃশ্বাসে,
দেশ উঠুক গড়ে -
আমাদের সম্প্রীতি, সংহতিতে
মনের সকল কলুষ যাক মুছে,
যাক, যাক উড়ে
সকল মিথ্যা আশ্বাস পরিবর্তনের তরে।।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct