দেবশ্রী মজুমদার
রমযানের ওই রোযার শেষে
উঠলো খুশির চাঁদ।
আঁধার শেষে চোখ নিমেষে
আলোয় ভরা রাত।
দ্বিতীয়ার চাঁদ সে পরী
আরব মরু দিল পাড়ি।
চারিদিকে আলোর হিয়া
আজও বুঝি চেয়ে থাকে
সেই আমিনা সাওবিয়া।
খুকু খুকির জামার সাথে
জরিন ফিতা কোন সে প্রাতে
আলোর নাচন যায় নাচিয়া।
চারিদিকে আলোর হিয়া
আজও বুঝি চেয়ে থাকে
আলো দিয়ে ঋণী রাখে
সেই আমিনা সাওবিয়া।
আজও সবাই ঘরের কোনে
ঈদের খুশি যাও উজানে।
একই সাথে একই প্রাণে
ঈদের খুশি যাও উজানে।
কোরোনাকে দিয়ে ভাটি
জোরসে চলো যাইগো হাঁটি।।
আমরা সবাই প্রাণে প্রাণে
ঈদের খুশি যাও উজানে।।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct