দেবব্রত বসু
ছোটো ছোটো দুঃখ দিয়ে কেনা,
সুখগুলোকে পরতের পর পরত
সাজিয়ে রেখেছি,
অনেক যত্নে মনের গভীরে ৷
ওগুলোকে হারাবোনা কোনো মূল্যে ৷
তুমি পালকের মত হাল্কা সুখ ছড়াও
আমার চারিধারে ৷
তুমি জানোনা আমি খুঁটে খেতে
ভুলে গেছি কতদিন ,
এখন আমি মনের আলোয় পথ চলি ,
বাইরের আলো আজ অর্থহীন ৷
যত হোক বিষ্ফোরণ, আলো, শব্দ,
তবু আমি থাকি নির্বিকার নিশ্তব্ধ !
আরো আরো আমার মনের মাঝে,
আলোর প্রদীপ জ্বালো ৷
বাইরের আলোর মাঝে আমি,
মূক হয়ে থাকি, এই বেশ ভালো ৷
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct