সঞ্জীব মল্লিক, বাঁকুড়া: করোনা আবহে দিন দিন দেশে ও রাজ্যে আক্রান্ত ও মৃতের সংখ্যার নিরিখে রেকর্ড তৈরি হচ্ছে। আজ করোনা রোগীদের জন্য অক্সিজেন সিলিন্ডার মরণ বাঁচনের বিষয় হয়ে দাঁড়িয়েছে। কিন্তু এরই মাঝে কিছু অসাধু ব্যবসায়ী ঘোলা জলে মাছ ধরতে অক্সিজেনের কালোবাজারী শুরু করেছেন বলে অভিযোগ উঠেছে। দেশে যখন অক্সিজেন সিলিন্ডারের হাহাকার দেখা দিয়েছে। ঠিক এই সময়ে রোগীকে বাঁচাতে অক্সিজেন সিলিন্ডার কাঁধে নিয়ে বাড়িতে পৌঁছে দিল বিষ্ণুপুর শহরের মল্লভূম প্রয়াসের কর্মীরা।
অক্সিজেন সিলিন্ডার রোগীর বাড়িতে পৌঁছে দিয়ে নজির স্থাপন করলেন মল্লভূম প্রয়াসের কর্মীরা। এই কর্মীরা দিন রাত মানুষের সেবায় কাজ করে যাচ্ছেন। অক্লান্ত পরিশ্রম করে চলেছেন এই কঠিন পরিস্থিতিতে।নরেন্দ্রনাথ কোনার বলেন, আমার স্ত্রী কোভিডে আক্রান্ত। অক্সিজেনের খুব দরকার পড়েছিল। কোথাও অক্সিজেন পাওয়া যাচ্ছিল না। অক্সিজেনের জন্য হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছিলাম। বিষ্ণুপুরের মল্লভূম প্রয়াসের ভাইয়েরা অক্সিজেন সিলিন্ডার দিয়ে সাহায্য করেছিলেন। ওনাদের এই ঋণ কোনদিন ভুলবো না। আমি চির কৃতজ্ঞ থাকব।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct