সুলেখা নাজনিন, কলকাতা: নির্বাচনের আগে জনগণের বাড়িতে বাড়িতে সরকারি পরিষেবা পৌঁছে দিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার নানা কর্মসূচি হাতে নিয়েছিল। তার মধ্যে অন্যতম হল, দুয়ারে সরকার।
এই দুয়ারে সরকারের মাধ্যমে পাড়ায় পাড়ায় শিবিরের মাধ্যমে সাধারণ মানুষের নানা সমস্যার সমাধান করা হচ্ছিল। সেই কর্মসূচি ব্যাপকভাবে জনপ্রিয়তা অর্জন করে। এবার রাজ্যের উন্নয়নের গতি ত্বরান্বিত করতে বিধানসভার উচ্চকক্ষ বিধানসভা পরিষদ গড়ার উদ্যোগ নিতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। উল্লেখ্য, অন্ধ্রপ্রদেশ, কর্নাটক, তেলেঙ্গানা, মহারাষ্ট্র, বিহার এবং উত্তরপ্রদেশ এবং তেলেঙ্গানা সহ সাতটি রাজ্যের রাজ্য বিধানসভা পরিষদ রয়েছে। এবার সেই তালিকায় পশ্চিমবঙ্গকে আনতে মুখ্যমন্ত্রী বিধানসভায় নতুন বিল আনতে চলেছেন বলে সূত্রের খবর। সুত্রের খবর, মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্য প্রথমে রাজ্যে করোনা সংক্রমণের গতিকে থামানো। করোনা মোকাবিলায় বিশেষ ব্যবস্থা নেওয়া। আর তার পরের পদক্ষেপ বিধানসভা পরিষদ গঠন। তাহলে বিধানসভা পরিষদে মনোনীত সদস্যদের নিয়োগ করা যাবে। এই বিধানসভা পরিষদ হল বিধানসভার উচ্চকক্ষ আর নিম্নকক্ষ হল রাজ্য বিধানসভা।
বিশিষ্ট ব্যক্তিদের সমন্বয়ে গঠিত হবে বিধানসভা পরিষদ যারা রাজ্যের কার্যকারিতা গঠনে সক্রিয় ভূমিকা পালন করবে। সূত্রের খবর, রাজ্য সম্ভবত রাজ্য বিধানসভায় একটি প্রস্তাব পাস করবে, তার পরে এটি একটি আইন পাস করার মাধ্যমে আনুষ্ঠানিকতা সম্পন্ন করার বিধানসভা পরিষদের সাংবিধানিক প্রক্রিয়া শুরু হবে।
এর ফলে, এই সব প্রতিনিধিরা রাজ্যের মানুষদের পরিষেবা দিতে নিজেদেরেকে উজাড় করে দিতে পারবেন।
সদ্য সমাপ্ত নির্বাচনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বাধিক সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পরে স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন যে করোনা ভাইরাসকে টিকা দেওয়া ও নিয়ন্ত্রণ করা তার সরকারের অগ্রাধিকার এবং তিনি ইতিমধ্যে এই বিধিনিষেধকে বাধা দেওয়ার জন্য কিছু পদক্ষেপ গ্রহণ করেছেন। এই রোগ নিয়ন্ত্রণের পাশাপাশি দলের অভ্যন্তরীণ সূত্রে জানা গেছে, মুখ্যমন্ত্রী স্বল্পমেয়াদি, মধ্য-মেয়াদি ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করতে পারেন।
ইতিমধ্যে, লকডাউন ঘোষণা করে করোনা প্রতিরোধে রাজ্য তার সক্রিয়তার কথা জানান দিয়েছে। রাজ্যের এক প্রবীণ সরকারি আধিকারিক জানিয়েছেন, এবার আগামী ছয় মাসের মধ্যে রাজ্যের সমস্ত লোকের টিকা শেষ করার কথাও ভাবছে রাজ্য সরকার।
অন্যদিকে, সদ্য ানুষ্ঠিত বিদানসভা নির্বচানে মহিলাদের ব্যাপক ভোট পেয়েছে তৃণমূল বলে দলের দাবি। তাই এবার রাজ্যর মহিলাদের কল্যাণে বিশেস নজর দিতে জৎচলেছে রাজ্য সরকার।
জানা গেছে, রাজ্যে একটি পরিবারের রাজ্যের মাসিক গড় ব্যয় ব্যয় ৫,২৪৯ টাকা। তাই সাধারণ পরিবারগুলিকে মাসিক ৫০০ টাকা (বার্ষিক ৬,০০০ টাকা) এবং এসসি / এসটি পরিবারগুলিকে এক হাজার (বার্ষিক ১২,০০০ টাকা) সহায়তা প্রদান করা হবে।
এছাড়া, পশ্চিমবঙ্গে প্রতিটি পরিবারে মাতৃত্বধারীদের ১.৮ কোটি টাকা তাদের অ্যাকাউন্টে সরাসরি জমা করা হবে। এতে এসসি / এসটি সম্প্রদায়ের প্রতিটি পরিবার অন্তর্ভুক্ত থাকবে। সাধারণ বিভাগের জন্যও দেওয়া হবে। এই প্রকল্পের বাজেটের ব্যয় প্রতি বছর প্রায় ১২,৯০০ কোটি টাকা হবে বলে শাসক দলের এক প্রবীণ নেতা সুত্রে জানা গেছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct