আপনজন ডেস্ক: দেশজুড়ে যখন করোনা ভ্যাকসিনে চরম হাহাকার তখন প্রধাননমন্ত্রী নরেন্দ্র মোদিকে করোনা ভ্যাকসিন উৎপাদনের জন্য বাংলা জমি দিতে রাজি বলে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলা কারখানার জন্য জমি দিয়ে এখানে শাখা খোলার প্রস্তাবও দেন তিনি। সেই সঙ্গে রাজ্যের ক্রমবর্ধমান করোন ভাইরাসের ভ্যাকনি পাঠানোরও আর্জি জানান। প্রয়োজনে বিদেশ থেকে ভ্যাকসিন আমদানির কথাও বলেন।
মুখ্যমন্ত্রীর শপথ নেওয়ার পর থেকে নানা দাবিতে লাাগাতার প্রধানমন্ত্রীকে চিঠি লিকেই চলেছেন মমতা। এ ব্যাপারে বুধবার চিঠিতেও মমতা জানান, বিশেষজ্ঞরা স্পষ্ট বলছেন যে করোনার মোকাবিলার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হল টিকা। কিন্তু চাহিদা অনুযায়ী দেশে টিকার উৎপাদন পর্যাপ্ত নয়।তাই আকাল মেটানোর জন্য বিদেশ থেকে টিকা আমদানি করা হোক।
চিঠিতে মমতা লিখেছেন, ‘বিজ্ঞানী এবং বিশেষজ্ঞদের পরামর্শ মেনে স্বনামধন্য এবং উপযুক্ত টিকা প্রস্তুতকারীগুলিকে চিহ্নিত করা হোক। আন্তর্জাতিক স্তরে যে সংস্থাগুলির পরিচিতি এবং বিশ্বাসযোগ্যতা আছে। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে দ্রুত টিকা আমদানি করার বিষয়টিও সম্ভব।’
চাহিদা পূরণে আবারও করোনাভাইরাস টিকা পাঠানোর দাবি তুললেন। সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখে বিদেশ থেকে টিকা আমদানির প্রস্তাব দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, মমতার প্রস্তাব দেন যে বাংলায় টিকা উৎপাদনের কারখানা গড়ে তোলার জন্য রাজ্য সরকার জমি দিতেও তৈরি আছে বলে জানান মমতা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct