আর এ মণ্ডল: সাহিত্যের অঙ্গনে দ্বীনি চেতনার উন্মেষ ঘটাতে প্রকাশিত হল বাংলা ভাষায় দারুল উলুম দেওবন্দের বলিষ্ঠ মুখপত্র “ আল কাসিম “ এর অষ্টম-নবম যৌথ সংখ্যা। সাহিত্য প্রেমী মাদ্রাসা পড়ুয়াদের জন্য এ এক খুশির খবর। এবছর করোনা আবহে কোনোর কম আনুষ্ঠানিকতা ছাড়াই একশো আটাশ পৃষ্ঠার চকচকে কভার সম্বলিত অষ্টম-নবম সংখ্যাটি দারুল উলুম দেওবন্দের প্রথম সারির কৃতী ছাত্র, শিক্ষক ছাড়াও দুই বাংলার বিশিষ্ট লেখক, প্রাবন্ধিকদের লেখায় সমৃদ্ধ হয়েছে। এছাড়াও নবচেতনা নামে বাংলা ভাষায় আরো একটি পত্রিকা দেওবন্দ থেকে প্রকাশিত হয়।
উল্লেখ্য, আল কাসিম পত্রিকাটি দীর্ঘ সাত বছর ধরে প্রকাশিত হয়ে আসছে তরুণ আলিম মুফতি মনযুর আলম কাসেমির সম্পাদনায় ও আঞ্জুমানে তাহসিনুল বায়ান এর সহযোগিতায়। এক ফেসবুক বার্তায় পত্রিকা সম্পাদক মুফতি মনযুর আলম কাসেমি জানান যে “আল কাসিম পত্রিকার অষ্টম-নবম বর্ষের কাজ এক বছর আগেই সম্পন্ন হয়েছিল। গত প্রায় একবছর ধরে লকডাউনের জন্য প্রকাশনীর ও পরিবহনগত বিভিন্ন সমস্যার কারণে পত্রিকা আমরা হাতে না পাওয়ায় সর্বসাধারণের জন্য সেটি উন্মুক্ত করা সম্ভব হয়নি। আলহামদুলিল্লাহ, দেওবন্দ থেকে পত্রিকা আমাদের বাংলায় এসে পৌঁছেছে। খুব শীঘ্রই পাঠকেরা পত্রিকা হাতে পাবেন “
এবারের সংখ্যায় অতিথি লেখকদের মধ্যে যাঁদের লেখা প্রকাশিত হয়েছে তাঁদের মধ্যে অন্যতম হলেন মুহা. হাদিউজ্জামান, ইসমাইল জমাদার, আবূ সফওয়ান আবদুল্লাহ, জিম নওয়াজ, মুহাম্মাদুল্লাহ সিদ্দিকী, চৌধুরী আতিকুর রহমান, ইমরান রাইহান, আব্দুল হালীম কাসিমি, আসআদ কাসিমি, শামসুদ্দুহা কাসিমি, আতিক আবদুল্লাহ, উম্মুল খায়র, আতিউর রহমান, একরামুল হক শেখ প্রমুখ।
পত্রিকাটির মূল্য নির্ধারিত করা হয়েছে পঞ্চাশ টাকা। সরাসরি ছাড়া ডাকযোগেও পত্রিকা সংগ্রহ করা যাবে।সম্পাদক-৯৭৩৪১০৩২৭৭
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct