আপনজন ডেস্ক: জুভেন্টাসের আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগ খেলা নিয়ে সংশয় এখনো দূর হয়নি। সাসসুয়োলোর বিপক্ষে জয়ের পরও পঞ্চম স্থানেই আছে তারা। ৩৬ ম্যাচ শেষে তুরিনোর ওল্ড লেডিদের পয়েন্ট ৭২। সমান ম্যাচে এক পয়েন্ট বেশি নিয়ে চতুর্থ স্থানে আছে নাপোলি। তৃতীয় স্থানে থাকা এসি মিলান ও দ্বিতীয় স্থানে থাকা আতালান্তার পয়েন্ট সমান ৭৫ করে।
পয়েন্ট তালিকার অবস্থা যখন এমন, জুভেন্টাসের দুই তারকা ফুটবলার আজ সাসসুয়োলোর বিপক্ষে নিজেদের জাতটা আরেকবার তুলে ধরেছেন। জুভেন্টাসকে ৩-১ গোলে জেতাতে একটি পেনাল্টি সেভ করেছেন এ মৌসুম শেষে তুরিন ছাড়ার ঘোষণা দেওয়া গোলরক্ষক জিয়ানলুইজি বুফন। আর অসাধারণ এক গোল করে নিজের তরুণ বয়সের কথা মনে করিয়ে দিয়েছেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো।
জুভেন্টাসে অনেক দিন ধরেই আশানারুপ পারফরম্যান্স উপহার দিতে পারছেন না রোনালদো। অনেকে তো তাঁর তুরিনের ভবিষ্যত নিয়েও প্রশ্ন তুলতে শুরু করেছেন। কিন্তু সেই রোনাল্ডোই কাল জুভেন্টাসের একটি রেকর্ড বইয়ে নাম লিখিয়ে নিয়েছেন। ২৮ মিনিটে রাবিওত দলকে এগিয়ে দেওয়ার পর দ্বিতীয় গোলটি করেছেন রোনালদো। ৪৫ মিনিটে করা সেই গোলে পর্তুগালের অধিনায়ক ঢুকে গেছেন তুরিনের ওল্ড লেডিদের ইতিহাসে। দলটির প্রথম খেলোয়াড় হিসেবে দ্রুততম সেঞ্চুরি গোল পেয়েছেন রোনাল্ডো। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে রোনাল্ডো জুভেন্টাসের হয়ে ১০০তম গোলটি পেলেন নিজের তৃতীয় মৌসুমেই। এর আগে জুভেন্টাসের হয়ে মৌসুমের হিসেবে দ্রুততম শততম গোল করেছেন ওমর সিভোরি ও রবার্তো বাজ্জ্য। তাঁদের দুজনেরই ১০০ গোল পেতে চার মৌসুম লেগেছে।
ইতিহাস গড়লেও জুভেন্টাসকে রোনাল্ডো আগামী মৌসুমের চ্যাম্পিয়নস লিগে নিতে পারবেন কি না তা এখনো বলা যাচ্ছে না। কারণ বিষয়টি যে জুভেন্টাসের নিজেদের হাতে নেই। জুভেন্টাসের চ্যাম্পিয়নস লিগে উঠতে হলে হোঁচট খেতে হবে নাপোলি, এসি মিলান বা আতালান্তাকে।
আজ অবশ্য হোঁচট খায়নি এসি মিলান। তোরিনোর মাঠ থেকে ৭-০ গোলের জয় নিয়ে ফিরেছে তারা। আর আতালান্তা নিজেদের মাঠে ২-০ গোলে জিতেছে বেনেভেন্তোর বিপক্ষে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct