রাকিবুল ইসলাম, হরিহরপাড়া: করোনার জন্য আংশিক লকডাউন চলছে। এক জায়গায় ৫০ জনের বেশি লোকের জমায়েত নিষিদ্ধ। তাই বাড়ি বসে বা কোভিড বিধি মেনে ইদের নমাজ পড়ার জন্য হরিহরপাড়া ব্লকের ইমাম, মোয়াজ্জেম ও জন প্রতিনিধিদের সঙ্গে নিয়ে আলোচনা করলেন মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার পুলিশ ও বিডিও। হরিহরপাড়া থানার আইসি অমিত নন্দী ও বিডিও রাজা ভৌমিক গ্রামবাসীদের কাছে আবেদন রাখলেন। সকালে হরিহরপাড়া ব্লকের পঞ্চায়েত সমিতির সভা কক্ষে হওয়া আলোচনা সভা শেষে বিডিও ও থানার আইসি আবেদন রাখেন, প্রতিটি নমাজে সরকারি আইন মেনে ৫০ জনের বেশি জমায়েত করা যাবে না।
সকলকে মুখে মাস্ক ব্যবহার করতে হবে ও দূরত্ব বিধি মানতে হবে। সকলের নিরাপত্তার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারণ যেভাবে করোনা বাড়ছে তাতে নির্দিষ্ট সামাজিক দূরত্ব বিধি মানতেই হবে। জেলায় করোনা রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে।” প্রশাসনের এই সচেতনতামূলক পদক্ষেপে মানতে রাজি সাধারণ মানুষ।
উপস্থিত ছিলেন হরিহরপাড়া বিডিও রাজা ভৌমিক, হরিহরপাড়া থানার আইসি অমিত নন্দী, ব্লক স্বাস্থ্য আধিকারিক আজিজুল লস্কর, কুটির শিল্প ও বিদ্যুৎ কর্মদক্ষ শামসুজ্জোহা বিশ্বাস সহ আরো অনেকে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct