আপনজন ডেস্ক: আরবি শওয়াল মাসের চাঁদ দেখা যায়নি বুধবার সন্ধ্যায়। তাই বৃহস্পতিবারও রোযা হবে। আর ঈদুল ফিতর হবে শুক্রবার। চাঁদ ওঠার উপর নির্ভর করে রোযা বা ঈদ।
এ ব্যাপারে কলকাতার নাখোদা মসজিদের ইমাম মাওলানা শফিক কাসেমি ‘আপনজন’কে জানান, চাঁদ দেখার কোনও খবর মেলেনি। শীঘ্রই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে বলে তিনি জানান।
এদিকে দিল্লির জামে মসজিদের ইমাম আহমদ বুখারি ঘোষণা করেছেন, দেশে শওয়াল মাসের চাঁদ দেকা না যাওয়ায় এবার রোযা ৩০টি হবে। আর ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে শুক্রবার।
অন্যদিকে রমযান মাসে শওয়াল মাসের চাঁদ মঙ্গলবার দেখা না যাওয়ায় এ বছর সৌদি আরবে পবিত্র মাহে রমযানের রোযা ৩০টি হচ্ছে বলে জানিয়েছে সৌদি আরব সরকারের চাঁদ দেখা সংক্রান্ত অনুমোদিত সংস্থা হারামাইন শারিফাইন। সৌদি সরকারের হারামাইন শারিফাইন তাদের ট্যুইটার অ্যাকাউন্টে জানিয়ে দিয়েছে, মঙ্গলবার)ৎ ১৪৪২ হিজরির শওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। তাই সৌদি আরবে বৃহস্পতিবার ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct