আপনজন ডেস্ক: দেড় মাসের বাছুরটির বেঁচে থাকার ভরসা মা গাভীর দুধ। কিন্তু বাছুরকে আটক করে লালমনিরহাটের দহগ্রামের তিনবিঘা করিডোর গেট দিয়ে গাভীটিকে যেতে দেওয়ায় হৃদয় বিদারক ঘটনার সৃষ্টি হয়েছে। গাভী থেকে বাছুরটিকে আলাদা করার অভিযোগ উঠেছে এক বর্ডার সিকিউরিটি ব্যুরো সদস্যের বিরুদ্ধে। এ ঘটনা ঘটেছে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নে। দেখা গিয়েছে, মা গাভীর দুধ খেতে না পেয়ে ছোট্ট বাছুরটি মানুষের মুখের দিকে চেয়ে হাম্বা হাম্বা শব্দে ও চোখের জল ফেলছে। অপরদিকে মা গাভীটি তার বাছুরের জন্য অনবরত ডেকে চলেছে। বাছুরটিকে দুধ খেতে না দিতে পারায় গাভীটির ওলান ফুলে গেছে। ওই ইউনিয়নের ৬নং ওয়ার্ডের কৃষক আব্দুল জব্বার পাটগ্রাম পৌরসভার সিরাজ মিয়ার কাছে গাভীটি বাছুরসহ বিক্রি করেন।
গত বুধবার দহগ্রামের তিনবিঘা করিডোর গেট দিয়ে গাভী ও বাছুর পার করতে বাধ সাধে বিজিবির বর্ডার সিকিউরিটি ব্যুরো (বিএসবি) সদস্য ইব্রাহিম। সংরক্ষিত তালিকা খাতায় গৃহপালিত গরুর বর্ণনা দেখে গাভীটিকে নিয়ে যেতে দিলেও গাভীর বাছুরটি পার করতে বাধা দেন তিনি। মা গাভীটির সাথে দেড় মাস বয়সী বাছুরটিকে যেতে না দেওয়ায় করুণ শব্দ করে আপ্রাণ ছুটাছুটি করতে থাকে বাছুরটি। একপর্যায়ে ওই গোয়েন্দা সদস্য বাছুরটি অবৈধ বলে জব্দ করে ক্যাম্পে নিয়ে যেতে থাকে। এ সময় বিক্রেতা ও ক্রেতা অনুরোধ করে বাছুরটি ফেরত চায়। গোয়েন্দা সদস্য ইব্রাহিম মামলার হুমকি দিয়ে এঁড়ে বাছুরটি বিজিবি ক্যাম্পে নিয়ে যান। মুহূর্তেই উপস্থিত লোকজন ক্ষোভে ফেটে পড়েন। এ ঘটনায় এলাকাজুড়ে গ্রামবাসীর মাঝে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। গাভীসহ বাছুরটির ক্রেতা সিরাজ মিয়া বলেন, বাছুরটিকে নিয়ে নিলাম করে। নিলামে অংশ নিয়ে ১৫ হাজার টাকায় কিনে নেই। বর্তমানে বাজার থেকে দুধ কিনে ফিডার দিয়ে বাছুরটিকে দুধ খাওয়াতে হচ্ছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct