আপনজন ডেস্ক: পিরিয়ডে স্যানিটারি ন্যাপকিনের ব্যবহার গ্রামাঞ্চলেও ছড়িয়ে পড়ছে। মহিলার সুস্বাস্থ্যের জন্য স্যানিটারি ন্যাপকিনের গুরুত্ব বড়েছে বহুগুণে। এই সুযোগ কাজে লাগিয়ে রাতারাতি ধনী হওয়ার আশায় বিভিন্ন চক্র নকল স্যানিটারি ন্যাপকিন তৈরি করছে। দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক সব ব্র্যান্ডের নাম নকল করে নকল স্যানিটারি ন্যাপকিন তৈরি করছে এসব চক্র। সেগুলো আবার ছোট-বড় ফার্মেসি ও নামিদামি শপিংমলসহ ছড়িয়ে পড়েচে বিভিন্ন প্রান্তে। দাম কম হওয়ায় বেশি লাভ করার জন্য অনেক দোকানি নকল স্যানিটারি ন্যাপকিন কিনে আসল দামেই তা বিক্রি করেন।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, নকল স্যানিটারি ন্যাপকিন মহিলাদের স্বাস্থ্যঝুঁকি বাড়ায়। পিরিয়ডের সময় পরিচ্ছন্নতায় গাফিলতি থেকে মহিলার জরায়ুমুখের ত্বকে নানা সমস্যা ছাড়াও হতে পারে জরায়ু সংক্রমণ, বন্ধ্যাত্ব ও জরায়ুমুখ ক্যান্সার বা সার্ভিক্যাল ক্যান্সার। ইন্টারন্যাশনাল এজেন্সি ফর রিসার্চ অন ক্যান্সারের (আইএআরসি) গবেষণা বলছে, জরায়ুমুখে ক্যান্সার মহিলাদের মৃত্যুর অন্যতম কারণ। দেশে প্রতিবছর ৫ হাজার ২১৪ জন মহিলা জরায়ুমুখের ক্যান্সারে মৃত্যুবরণ করছেন। বাংলাদেশে ক্যান্সারে আক্রান্ত মহিলাদের মধ্যে স্তন ক্যান্সারের পরই জরায়ুমুখে ক্যান্সারের অবস্থান। প্রতি বছর এই ক্যান্সারে নতুন করে আক্রান্ত হন ৮ হাজার ৬৮ জন মহিাল, আর তাতে মৃত্যুবরণ করেন ৫ হাজার ২১৪ জন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct