আপনজন ডেস্ক: বিমানে সন্তান জন্ম দিলেন এক মহিলা।সন্তান জন্ম দেওয়ার আগে নাকি তিনি জানতেন না যে, তিনি অন্তঃসত্ত্বা। অবশেষে গন্তব্য থেকে সাড়ে তিন ঘণ্টার দূরত্বে মাঝ সাগরে সন্তান জন্ম দেন ওই মহিলা। জানা গিয়েছে, স্থানীয় সময় বুধবার যুক্তরাষ্ট্রের ইউটা অঙ্গরাজ্যে থেকে হনুলুলু যাওয়ার পথে মাঝ আকাশে এমন ঘটনা ঘটে। বিমানে থাকা একজন মহিলা যাত্রী ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটকে ঘটনাটি শেয়ার করলে সেটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। লাভিনিয়া মৌঙ্গা নামে ওই মহিলা মাত্র ২৬-২৭ সপ্তাহে সন্তান জন্ম দিয়েছেন। সময়ের আগে জন্ম নেওয়ায় বর্তমানে শিশুটিকে অক্সিজেন দিয়ে রাখা হয়েছে। তবে নবজাতক ও তার মায়ের কোনো শারীরিক জটিলতা দেখা যায়নি।
বিমানে প্রসব বেদনা শুরু হয় লাভিনিয়ার। তিনি যে অন্তঃসত্ত্বা সেটি যেহেতু আগে থেকে জানতেন না। প্রথমে তাই বিষয়টিকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু ধীরে ধীরে ব্যথা বাড়তে থাকলে বিমানে থাকা জরুরি স্বাস্থ্যকর্মীদের অবগত করেন তিনি। তারা লক্ষণ দেখে বুঝতে পারেন যে তিনি মা হতে যাচ্ছেন। পরে স্বাস্থ্যকর্মীরা লাভিনিয়াকে বিমানের ওয়াশরুমে রেখে বাচ্চা প্রসব করান। এ ঘটনায় উচ্ছ্বাস প্রকাশ করেন লাভিনিয়া। তিনি বলেন, 'আমি জানতামই না যে আমি নিজের ভেতরে কাউকে বহন করছি। বিষয়টি অপ্রত্যাশিত হলেও এতে আমি আনন্দিত।' এদিকে বাচ্চা প্রসবের সময় বিমানের স্বাস্থ্যকর্মী ও বিমানবালাদের একান্ত সহায়তার জন্য তাদের ধন্যবাদ জানান লাভিনিয়ার স্বামী ইথান মাগালেইও।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct