আর এ মণ্ডল, ইন্দাস: রাজ্যে করোনার প্রকোপ উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে।সেই প্রেক্ষিতে বাঁকুড়া জেলার ইন্দাস থানার উদ্যোগ ও ব্যবস্থাপনায় করোনা ভাইরাস সংক্রমণ রোধে করোনা বিধি নিষেধ মেনে চলার লক্ষ্যে রবিবার একটি সচেতনা সভা ইন্দাস সংহতি ভবনে অনুষ্ঠিত হয়।
প্রশাসনিক কর্মকর্তাদের মধ্যে ছিলেন সি আই গৌতম তালুকদার, ও সি আব্দুস সামাদ আনসারি, জয়েন্ট বি ডি ও অমরনাথ নাথ সাহা এবং স্থানীয় বিধায়ক নির্মল ধাড়া। ইন্দাস ব্লক ইমাম পরিষদের সভাপতি মাওলানা সাহাবুদ্দিন, সম্পাদক মাওলানা মোহাম্মদ হানিফ, ব্লক জমিয়াতের সেক্রেটারি নুরুল ইসলাম মণ্ডল এবং ইন্দাস বিজ্ঞান মঞ্চের সেক্রেটারি মনসুর আলি মণ্ডল প্রমুখ।
রাজনৈতিক নেতৃত্বের মধ্যে তৃণমূল সংখ্যালঘু সেলের ব্লক সভাপতি মোল্লা নাসির,সি পি আই এমের কমঃ আব্দুর রব ও বিজেপি-র দীপঙ্কর সরকার প্রমুখ।
ইমাম পরিষদ ও ব্লক জমিয়াতের তরফে করোনা বিধিকে মান্যতা দিয়েই ঈদুল ফিতর্ এর নামাজ আদায় করার জন্য একটি স্মারকলিপি ইন্দাস থানায় দেয়া হয়।প্রশাসনের পক্ষ থেকে সামাজিক দূরত্ব, মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার করে নামাজ পড়ার জন্য আবেদন রাখা হয়।
এই বিষয়ে ইমাম পরিষদের পক্ষে মাওলানা সাহাবুদ্দিন জানান যে, অধিক পক্ষে ৫০ জন করে ক্রমান্বয়ে জামাত করা এবং কর মর্দন ও কোলাকুলি নিষেধ করা হয়েছে। অতঃপর সম্প্রীতি ও সৌহার্দ্য বিনিময় এবং সবার কল্যাণ ও মঙ্গল কামনা করে সভা শেষ হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct