বাবলু প্রামাণিক, বারুইপুর: করোনা আক্রান্ত হলে মিলবে বিনামূল্যে চিকিৎসা, তবে সুস্থ হয়ে উঠলে দান করতে হবে প্লাজমা এই শর্তেই ফোনের মাধ্যমে চিকিৎসা পরিষেবা দিয়ে যাচ্ছেন বারুইপুরের সাউথ গড়িয়ার বিশিষ্ট চিকিৎসক ইন্দ্রনীল বর্গী৷ এই কাজে তাকে সাহায্য করছেন তার স্ত্রী পল্লবী বর্গী। গোসাবার ব্লক স্বাস্থ্য আধিকারিক হিসেবে কর্মরত তিনি৷ সম্প্রতি কোভিড আক্রান্ত হয়েছিলেন এই চিকিৎসক। এরপর থেকেই বাড়িতেই রয়েছেন হোম আইসোলেশনে৷ সেই অবস্থাতেই টেলি কলিংয়ের মাধ্যমে চিকিৎসা পরিষেবা চালাচ্ছেন তিনি বাড়িতেই বসে।
মোবাইলেই তিনি শুনে নিচ্ছেন রুগীর সমস্যা। নিজের প্যাডে প্রেসক্রিপসন লিখে তা ওয়াটসঅ্যাপ করছেন রুগী বা তার পরিবারকে কাছাকাছির মধ্যে বাড়ি থাকলে, তাদের বাড়িতেও পৌঁছে দেওয়া হচ্ছে প্রয়োজনীয় ঔষধ ও মেডিকেল সাপোর্ট৷ ইন্দ্রনীল বর্গীকে এই কাজে সাহায্য করতে এগিয়ে এসেছেন তার স্ত্রীও। তিনি রুগী ও তার পরিবারের সাথে নিয়মিত যোগাযোগ রাখছেন। তাদের সমস্যার কথা জানছেন৷ এলাকার যুবকরাও প্রয়োজনীয় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন৷ পাশে রয়েছেন তার বন্ধুবান্ধবরাও। ইন্দ্রনীলের পরামর্শমত তারাও দৌড়ে যাচ্ছেন বিভিন্ন জায়গায়৷ পৌঁছে দিচ্ছেন পরিষেবা।
শু ধু দক্ষিন চব্বিশ পরগনা নয়, রাজ্যের বিভিন্ন জেলা এমনকি ভিনরাজ্য থেকেও ফোন আসছে তার কাছে৷ সম্পুর্ন বিনাস্বার্থে এইভাবেই মানুষের পাশে দাঁড়িয়ে নিজের ধর্ম পালন করছেন বারুইপুরের সাউথ গড়িয়ার চিকিৎসক ইন্দ্রনীল বর্গী ও তার পরিবার। ডাক্তার ইন্দ্রনীল বর্গী – ৮৩৭২০ ১৫৫৩০ এই নাম্বারে ফোন করলেই মিলবে বিনামূল্যে চিকিৎসা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct