জয়প্রকাশ কুইরি, পুরুলিয়া: তৃতীয় বারের জন্য রাজ্যে সরকার গঠন করল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস। সোমবার রাজভবনে শপথ নিলেন ৪৩ জন ক্যাবিনেট মন্ত্রী। গতবারের বিধানসভা ভোটে পুরুলিয়া জেলাতে মন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন দুইজন। তাঁরা ছিলেন বলরামপুর বিধানসভার বিধায়ক শান্তিরাম মাহাতো ও মানবাজার বিধানসভার বিধায়িক সন্ধ্যারানী টুডু। কিন্তু এবারের একুশের বিধানসভার ফলাফলে তৃণমূলের জয়ের সংখ্যা কমে গেছে পুরুলিয়াতে। তাই এবারে মন্ত্রী সংখ্যা দুইয়ের জায়গায় কমে হয়েছে একটি। অর্থাৎ এবারে পুরুলিয়াতে মন্ত্রীপদ পেয়েছেন একজন। মানবাজার বিধানসভার বিধায়িকা সন্ধ্যারানী টুডু এবার পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের দায়িত্ব পেলেন।
এদিন তিনি রাজভবনে গিয়ে স্বাধীন দায়িত্ব প্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ বাক্য পাঠ করেন। তারপরই জানানো হয় যে তিনি পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের দায়িত্ব পাচ্ছেন। আগে এই দফতরের দায়িত্ব সামলেছেন জেলার বলরামপুর বিধানসভার বিধায়ক শান্তিরাম মাহাতো। এবার তিনি বিধানসভা লড়াইয়ে জয়লাভ না করায় মানবাজার বিধানসভার বিধায়িক সন্ধ্যারানী টুডুকে ভরসা করে তাঁকেই এই দফতরের দায়িত্ব দিলেন মাননীয়া মুখ্যমন্ত্রী। তিনি মন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর পুরুলিয়ার মানুষ খুশি। তবে, এখন দেখার পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের দায়িত্ব কতটা সামলাতে পারেন সন্ধ্যারানী।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct