মঞ্জুর মোল্লা, নদিয়া: বিনা পয়সায় করোনা আক্রান্তদের বাড়ি খাবার ঔষধ পৌঁছে দিচ্ছে যুবকেরা এই কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে চলছি আমরা রাজ্যের দৈনন্দিক করোনা সংক্রমণ হুহু করে বেড়ে চলেছে। শান্তিপুর ব্লকের বেশ কয়েকজন যুবক ঢাল তলোয়ার ছাড়াই নিধিরাম সর্দারা, করোনা আক্রান্ত পরিবারের সেবায় সৌমেনরা পড়াশোনা শেষ করে মানুষের পাশে থাকার দৃঢ় সংকল্প নিয়ে গত দু’বছর আগে তৈরি করেছিলো শান্তিপুর সংকল্প।পথের পাশে বিভিন্ন মুনিঋষি, দেশবরেণ্যদের নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নের যাবতীয় দায়িত্ব কাদের সে কথা না ভেবেই সামাজিক দায়িত্বপূরণে নিজেরাই আবেগবশত করে থাকে এ ধরনের কাজ গতবছর লকডাউন ঘোষণা হওয়ার পর সর্বস্বান্ত হয়ে পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরার সময় মুখের খাবার তুলে দিয়েছিলো এঁরাই।
এবারেও মা-বাবার দেওয়া হাত খরচা বাঁচিয়ে,পড়ার বিত্তশালীদের কাছ থেকে চেয়ে চিনতে খাবার জোগাড় করে পৌঁছে যায়, করোনা আক্রান্তের বাড়ি। দরজার সামনে,পানীয় জলের ঢপ,কাঁচা আনাজ, শুকনো খাদ্যদ্রব্য সবটাই দরজার সামনে পৌঁছে দিয়ে আসে তারা।এক যুবক জানায়,সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা আর্তনাদ দেখে , ইনবক্সে যোগাযোগ করি তারপর প্রয়োজনভিত্তিক জিনিস সকলের সাহায্য করা অর্থে কিনে দিয়ে আসি,অনেক সময় ঔষুধ, বা বাড়ির অন্য কাজকর্ম দূর থেকে সহযোগিতা করার চেষ্টা করি যতটুকু সামর্থ্য ! ফোনে গল্প করি সাহস যোগানোর চেষ্টা করি।পাঁচিলের ওপার থেকে ভেসে আসা শব্দে জানা যায়, করোন আক্রান্ত হওয়ার পর, সদ্য ভোট দেওয়া নেতা, বা কিছুদিন আগে ভোট দিয়ে জয়যুক্ত করানো স্থানীয় জনপ্রতিনিধি কেউ কি খোঁজ নেয়নি, এঁরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে সাক্ষাৎ ভগবান হিসেবে দাঁড়িয়েছে আমাদের পাশে।
এসময় পাশে থাকার উপযুক্ত পিপিই কীট্, মাস্ক গ্লাভস স্যানিটাইজার প্রয়োজনমতো যোগান পাচ্ছে তারা খোঁজ নেওয়ার লোকের বড়,ই অভাব, তবে সোশ্যাল মিডিয়ায় ঝড়ের বেগে লাইক শেয়ার কমেন্ট পড়ার তুলনায় প্রকৃত পাশে থাকা সংখ্যা যে খুব কম তা বুঝে গেছে ঢাল তরোয়াল ছাড়া নিধিরাম সর্দারেরা। তবুও হাল ছাড়তে তারা নারাজ পড়াশোনা শেষ করে গত লকডাউনে একজন যুবক মিলে এই সংগঠন চালায় এবং উদ্যোগ নিয়ে করোন আক্রান্ত পাশে দাঁড়ানো তাদের কাজ টাকা পয়সা ছাড়াই আক্রান্তদের বাড়িতে খাবার ও ঔষধ পৌঁছে দিচ্ছে ওই যুবক জানাই যতদিন করোনা ভয়াবহতা থাকবে ততদিন কাজ চালিয়ে যাবেন বলে জানান। সেই সঙ্গে করোনা আক্রান্ত রোগীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct