সেখ মহম্মদ ইমরান, কেশপুর: সোমবার মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃতীয় মন্ত্ৰীসভায় পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়ে নন্দীগ্রামের মেয়ে কেশপুর বিধানসভার দুবারের বিধায়ক শিউলি সাহা প্রথম বারের জন্য মন্ত্রিসভায় প্রবেশ করলেন। রাজনৈতিক জীবনের প্রথম থেকেই তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত রয়েছেন। ২০০৬সালে তৃণমূল কংগ্রেসের টিকিটে বিষ্ণুপুর লোকসভা থেকে ভোটে লড়ে পরাজিত হয়েছিলেন। পরে ২০১১ সালে মমতা তাকে পূর্ব মেদিনীপুরের হলদিয়া আসন থেকে টিকিট দেন। সেখানে তিনি জয়ী হয়ে পশ্চিমবঙ্গ বিধানসভায় পা রাখেন।
তৎকালীন তৃণমূল নেতা অধুনা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে বিরোধিতা করার জন্য কেশপুরে ২০১৬ সালে কেশপুর আসন থেকে তৃণমূল কংগ্রেসের টিকিটে লড়েন। ১০১১৫১ ভোটের মার্জিনে জয়ী হয়ে কেশপুর থেকে বিধানসভায় যান। ২০২১ সালে বিজেপির বিরুদ্ধে লড়ে ২০৭২০ মার্জিনে ফের কেশপুর থেকে জিতে বিধায়ক নির্বাচিত হয়ে মমতার তৃতীয় মন্ত্রিসভার সদস্য নির্বাচিত হন। কেশপুর থেকে শিউলি সাহা মন্ত্রী হওয়ার খবর ছড়িয়ে পড়তেই চারিদিকে খুশির বাতাবরণ তৈরি হয়। দলের কর্মী সমর্থকরা মিষ্টি মুখ করে আনন্দ করেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct