আপনজন ডেস্ক: রাজভবনে সোমবার সকালে রাজ্য মন্ত্রিসভার সব সদস্যরা একযোগে শপথ নিলেন। করোনা পরিস্থিতির জন্য এবার পৃথক পৃথক শপথ গ্রহণ হয়নি। দলবদ্ধ হয়ে মন্ত্রী শপথ নেই। মোট এবার মোট ৪৩ জন মন্ত্রী শপথ নিয়েছেন। এর মধ্যে পূর্ণমন্ত্রী ২৪ জন। বাকি ১৯ জন প্রতিমন্ত্রীর মধ্যে ১০ জন পেলেন স্বাধীন দফতর। এবারের মন্ত্রিসভায় বেশ কিছু রদবদল করা হয়েছে, রাজ্যর বিগত বছরের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের জায়গায় এসেছন ব্রাত্য বসু। পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমকে এবার পরিবহণ ও আবাসন দফতর দেওয়া হয়েছে। জ্যোতিপ্রিয় মল্লিককে এবার খাদ্যমন্ত্রী দেওয়া হয়নি।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, মমতার নেতৃতত্বাধীন তৃণমূল সরকারের এই প্রথম পূর্ণ মন্ত্রী পেল সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দফতর। এতদিন পূর্ণ হিসেবে হিসেবে নিজের কাছে রেখেছিলেন সংখ্যালঘু দফতর। এবার সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দফতর পেলেন গুলাম রব্বানি। রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী ছিলেন মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরি। এবার তিনি এই দফতরের পূর্ণ মন্ত্রী হয়েছেন। জাভেদ খান আগের মতোই বিপর্যয় মোকাবিলা দফতরের পূর্ণমন্ত্রী হয়েছেন।
তবে মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায় এবার নিজের কাছে রেখেছেন স্বরাষ্ট্র, স্বাস্থ্য, ভূমি, তথ্য সংস্কৃতি ও উত্তরবঙ্গ উন্নয়ন দফতর। ছেড়ে দিলেন প্রথম থেকে রাখা সংখ্যালঘু দফতর।
একনজরে রাজ্যের মন্ত্রিসভা:
পূর্ণমন্ত্রী
সুব্রত মুখোপাধ্যায়- পঞ্চায়েতমন্ত্রী
পার্থ চট্টোপাধ্যায় - শিল্প, বাণিজ্য, তথ্য প্রযুক্তি, পরিষদীয়মন্ত্রী।
অমিত মিত্র- অর্থমন্ত্রী
সাধন পান্ডে- ক্রেতা সুরক্ষামন্ত্রী
জ্যোতিপ্রিয় মল্লিক- বনমন্ত্রী
বঙ্কিমচন্দ্র হাজরা- সুন্দরবন উন্নয়নমন্ত্রী
মানুস ভুঁইয়া- জলসম্পদ উন্নয়নমন্ত্রী
মলয় ঘটক- আইনমন্ত্রী
অরূপ রায়- সমবায়মন্ত্রী
উজ্জ্বল বিশ্বাস- কারামন্ত্রী
শশী পাঁজা- নারী, শিশু ও সমাজকল্যাণমন্ত্রী
সৌমেন মহাপাত্র- সেচ ও জলপথমন্ত্রী।
শোভনদেব চট্টোপাধ্যায়- কৃষিমন্ত্রী
ব্রাত্য বসু- স্কুল শিক্ষা ও উচ্চশিক্ষামন্ত্রী
ফিরহাদ হাকিম- পরিবহণ ও আবাসনমন্ত্রী
জাভেদ আহমেদ খান- বিপর্যয় মোকাবিলা ও অসামরিক প্রতিরক্ষামন্ত্রী
সিদ্দিকুল্লা চৌধুরী- জনশিক্ষা ও গ্রন্থাগারমন্ত্রী
বিপ্লব মিত্র- কৃষি বিপণনমন্ত্রী
পুলক রায়- জনস্বাস্থ্য ও কারিগরীমন্ত্রী
স্বপন দেবনাথ- প্রাণীসম্পদ উন্নয়নমন্ত্রী
চন্দ্রনাথ সিনহা- ক্ষুদ্র ও মাঝারি শিল্প, বস্ত্রমন্ত্রী
গুলাম রব্বানি- সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসামন্ত্রী
রথীন ঘোষ- খাদ্যমন্ত্রী
অরূপ বিশ্বাস- বিদ্যুৎ, যুব কল্যাণ ও ক্রীড়ামন্ত্রী
স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী
বেচারাম মান্না- শ্রমমন্ত্রী
সুব্রত সাহা- খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যানপালন
হুমায়ুন কবীর- প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন
অখিল গিরি - মৎস্য
চন্দ্রিমা ভট্টাচার্য- নগরোন্নয়ন, পুর বিষয়ক, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ
রত্না দে নাগ- পরিবেশ, বিজ্ঞান, প্রযুক্তি ও বায়ো টেকনোলজি
সন্ধ্যারানি টুডু- পশ্চিমাঞ্চল উন্নয়ন, পরিষদীয়
বুলুচিক বারিক- তপশিলি উন্নয়ন
সুজিত বসু- দমকল
ইন্দ্রনীল সেন- পর্যটন, তথ্য-সংস্কৃতি
প্রতিমন্ত্রী
প্রতিমন্ত্রী
দিলীপ মণ্ডল- পরিবহণ
আখরুজ্জামান- বিদ্যুৎ
শিউলি সাহা- পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন
শ্রীকান্ত মাহাত- ক্ষুদ্র, ছোট, মাঝারি শিল্প ও বস্ত্র
সাবিনা ইয়াসমিন- সেচ দফতর, উত্তরবঙ্গ
বীরবাহা হাঁসদা- বন
জ্যোৎস্না মান্ডি- খাদ্য
পরেশচন্দ্র অধিকারী- স্কুলশিক্ষা
মনোজ তিওয়ারি- যুব ও ক্রীড়া
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct