আপনজন ডেস্ক: রাজ্যে করোনা সংক্রমণ বৃদ্ধি পেলেও জনগণের অসুবিধার কথা ভেবে লকডাউনের পথে যাবে না রাজ্য। সোমবার নবান্নে মন্ত্রিসভার প্রথম বৈঠকের পর এ কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মমতার মতে পুরো লকডাউন হলে অনেক মানুষ খেতে পাবে না। তাই করোনা বিধির কড়াকড়ি অনেকটা লকডাউনের মতো হলেও পুরো লকডাউন করা হবে না। সকলকে কোভিড নির্দেশ মেনে চলতে হবে।
তবে, সামনে ঈদুল ফিতর। সেকথা মাতায় রেখে মুখ্যমন্ত্রী ঈদের জামাতে কিছুটা ছাড়ের কথা ঘোষণা করেন। এবছর করোনা পরিস্থিতির কারণে কলকাতার রেড রোডে ঈদের নামায হচ্ছে না বলে জানিয়েছেন ইমাম-এ ঈদায়েন ক্বারী ফজলুর রহমান। সেই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে মমতা বলেন, ঈদের জামাতে ৫০ জনের বেশি অংশ নেওয়া যাবে না। ঈদের দিন বাড়িতে বসেই প্রার্থনা করার আর্জি জানান।
এদিন মুখ্যমন্ত্রী বিভিন্ন সম্প্রদায়ের ধর্মীয় নেতাদের সঙ্গে নবান্নে এক বৈঠকে বসেন। সেই বৈঠকে ক্বারী ফজলুর রহমান বলেন, আমার প্রিয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান। তিনি সংঘর্ষ করে পশ্চিমবাংলাকে ঝড় থেকে বাঁচিয়েছেন। যে ঝড় আসতে যাচ্ছিল তা তিনি রুখে দিয়েছেন। ক্বারী সাহেব বলেন, মুসলিমরা দুহাত ভরে ভোট দিয়েছে। তাদের উন্নয়নের দিকে নজর দেওয়ার দাবি রাখেন। বলেন, গরিব সন্তানদের জন্য যেন ইংলিশ মিডিয়াম স্কুল করেন।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাতে সায় বলেন, রাজ্যের প্রতিটি ব্লকে একটা করে ইংলিশ মিডিয়াম স্কুল হবে। জাতি ধর্ম নির্বিশেষে সবাই সেখানে পড়ার সুযোগ পাবে।
ক্বারী ফজলুর রহমান করোনার জন্য মুসলিমদের ঈদের জামাত স্বল্প পরিসরে করার আবেদন জানান। করোনা পরিস্তিতির কারণে রেড রোডে এ বছরে ঈদের জামাত হচ্ছে না। তাই সরকারি গাইডলাইন মেনে সবাই যাতে ছোট পরিসরে ঈদের জামাত করেন সেদিকে নজর দেওয়ার আর্জি জানান।
এরপর মমতা ক্বারী ফজলুর রহমানের এই আহ্বানকে সমর্তন করে বলেন, আপনারা রেড রোডে এবছর ঈদের জামাত করছেন না। সেটা ভাল উদ্যোগ। ক্বারী ফজলুর রহমানকে অনুরোধ করেন তারা যেন মুসলিম সম্প্রদায়ের কাছে গত বারের মতো চোট কলেবরে ঈদের নামায পড়ার আহ্বান জানান।
নাখোদা মসজিদের ইমাম মাওলানা মফিক কাসেমি করোনা প্রতিরোধে সরকারি গাইডলাইনে মেনে চলার অঙ্গীকার করেন। সেই সঙ্গে করোনা প্রতিরোধে মুখ্যমন্ত্রীর যাবতীয় উদ্যোগের পাশে থাকার আশ্বাস দেন। এরপর মমতা বলেন, ঈদের বেশি বাকি নেই। আপনারা অাবেদন জানান। আপনাদরে আবেদন বেশি কাজে দেবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct