সজিবুল ইসলাম, জলঙ্গি: করোনা পরিস্থিতিতে হাতুড়ে ডাক্তারের কাছে ভর্তি হচ্ছে রোগী চলছে স্যালাইন। অভিযোগ উঠেছে,নেই মেডিক্যাল ডিগ্রি নেই প্রশিক্ষণ তবুও চিকিৎসা ব্যবসায় মত্ত তপন দত্ত নামের ব্যক্তি। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার জলঙ্গী ব্লকের সাগরপাড়া থানার অন্তর্গত বামনাবাদ এলাকায়। এই বামনাবাদ এলাকায় দেখা গেল এক চিকিৎসা কেন্দ্রে সেখানে স্যালাইন দেওয়া অবস্থায় বেশ কয়েকজন রুগীকে বিছানায় শুয়ে থাকতে। দেখে মনে হচ্ছে ছোট খাটো হাসপাতাল,না আছে মাস্ক না মানা হচ্ছে সোশ্যাল ডিসটেন্স। এই ভাবে চলছে চিকিৎসা।
স্থানীয়রা জানান, এখানে বিষ খাওয়া রোগী ওয়াস করা থেকে শুরু করে স্যালাইন সব ধরনের রুগীর চিকিৎসা করা হয়। তবে অনেকে জানায় এই ডাক্তারের ঔষধ খেয়ে কিছু মানুষের উপকার হয় এবং কিছু মানুষ রীতিমত অসুস্থ হয়ে কঠিন হয়ে পড়ে, কঠিন হয়ে পড়লে রোগীদের হাসপাতালে পাঠিয়ে দেন তপন দত্ত। তপন দত্ত যা বললেন তা শুনে রীতিমত হতবাক সবাই। তিনি জানালেন তিনি মাধ্যমিক পাস, তার কোনো মেডিক্যাল ডিগ্রি নেই না আছে কফ সার্টিফিকেট তবুও প্রায় ১০ বছর থেকে চালাচ্ছে চিকিৎসা ব্যবসাকেও বাধা দেয়নি। পঞ্চায়েত সদস্য বাবলু মন্ডল অভিযোগ করেন যে, বিনা মেডিক্যাল ডিগ্রি এবং প্রশিক্ষণ এ উনি চিকিৎসা করছেন। আগে উনি প্রশিক্ষণ নেক তারপরে চিকিৎসা করুক।
তিনি আরো অভিযোগ করেন যে তপন দত্ত রোগীদের বিল অনেক নেই এবং তার ভুল চিকিৎসার ফলে অনেক রুগী মারা পর্যন্ত গেছে শেষ পর্যন্ত আমরা মীমাংসা করে দিয়েছি। এই হাতুড়ে ডাক্তারের আইনত ব্যবস্থা নেওয়া হোক বলেই জানালেন পঞ্চায়েত সদস্য বাবলু মন্ডল। সাদিখানদিয়াড় গ্রামীণ হাসপাতালের বি এম ও ইচ অমর ঘোষ জানিয়েছেন, তপন দত্ত বিষয়ে খবর পেয়েছি বিষয়টা আমরা খিতিয়ে দেখছি বলে জানান।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct