আপনজন ডেস্ক: আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল সামনে রেখে ভারত দলে ফিরেছেন মোহাম্মদ শামি। আর দলে ফিরে অধিনায়ক বিরাট কোহলির প্রশংসা করলেন ভারতের এ পেস তারকা। শামি বলেন, অধিনায়ক বলে তাকে কোনোদিন কিছু বলতে সংকোচ করতে হয়নি। সত্যি বলতে সে আমার খুব কাছের মানুষ, অনেকটা ছোট বেলার বন্ধুর মতো।’ চোটমুক্ত হয়ে দলে ফিরেছেন মোহাম্মদ শামিসহ ভারতের ফাস্ট বোলার ত্রয়ী। ২০১৮ সালে ইংল্যান্ড সফরে ১৬ উইকেট নিয়ে ভারতের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন শামি। শুধু শামি নন, ভারতের পুরো বোলিং লাইনআপই এখন বিশ্বের অন্যতম সেরা।
আগামী ১৮ই জুন শুরু হবে ভারত-নিউজিল্যান্ডের ফাইনাল। আর ইংল্যান্ড সফরেও ফাস্ট বোলারদের নৈপুণ্যের দিকে তাকিয়ে থাকবে ভারত। অধিনায়ক হিসেবে বিরাট কোহলির অনেক সমালোচনা আছে।
মাঠে তার আক্রমণাত্মক আচরণ অনেকেই পছন্দ করে না। তবে দলের বোলারদের, বিশেষত ফাস্ট বোলারদের সাফল্যের পেছনে অধিনায়ক বিরাট কোহলির দেয়া স্বাধীনতা ও আত্মবিশ্বাসের ভূমিকা অসামান্য বলেই মনে করেন মোহাম্মদ শামি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct