রাকিবুল ইসলাম, বহরমপুর: প্রাকৃতিক দুর্যোগে মাথায় হাত চাষিদের। প্রচণ্ড গরমে স্বস্তির বৃষ্টি হলেও কালবৈশাখীর ঝড়ে লন্ডভন্ড সবকিছু। শুক্রবার সন্ধ্যায় কালবৈশাখীর ঝড় ও শিলা বৃষ্টিতে চাষের ব্যাপক ক্ষতি মুর্শিদাবাদের বেলডাঙ্গার বিস্তৃত এলাকায়৷ এদিন মির্জাপুর হরেকনগর বেগুনবাড়ি কাপাসডাঙ্গা সহ বিভিন্ন এলাকায় বোরো ধান,পাট ,তিল, শাকসবজির ক্ষতি হয়েছে বলে জানা যায়৷ শুধু তাই নয় বড়ো বড়ো গাছের ডাল ভেঙে পড়ে, ভেঙে গেছে ঘরের চালাও। কোনও কোনও জায়গায় বিদ্যুতের খুঁটি ভেঙে যাওয়ার ফলে গতকাল সন্ধ্যা থেকে অনেক জায়গায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন বলেও জানা যায়৷ আব্দুল লতিফ শেখ ক্ষতিগ্রস্ত চাষী বলেন অনেক টাকা খরচ করে চাষ করেছিলাম,কিন্তু হঠাৎ এই কালবৈশাখীর ঝড়ে ক্ষতি হয়ে গেলো অনেক৷একেই করোনা উর্ধমুখী, তার ওপর এই কালবৈশাখীর দাপটে মাথায় হাত চাষিদের। ক্ষতিগ্রস্ত চাষি আনিসুর শেখ বলেন, কালবেশাখীর দাপটে প্রচুর ক্ষয়ক্ষতি হয়ে গেল। সরকারি সাহায্যে পেলে খুব উপকৃত হব।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct