সজিবুল ইসলাম, জলঙ্গি: ভারত বাংলাদেশ সীমান্ত এলাকা মুর্শিদাবাদের জলঙ্গি ব্লকের দেবীপুর অঞ্চলের বামনাবাদ গ্রামে মূলত ভাঙ্গন কবলিত এলাকায় অবস্থিত আর ভাঙ্গনে সব চাষের জমি পড়েছে চরে। আর সেই জমিতে চাষ করতে যেতে গেলে সীমন্ত রক্ষী বাহিনীর কাছে নাম নতিভুক্ত করে যেতে হয় নিজ চরের জমিতে ,আর সেই জমিতে প্রতিদিনের মতো সকালে সকালে বের হয় চরের জমিতে কাজ করতে, কিন্তু ১১৭ নং বিএসএফ জওয়ানএর ৩ নং বামনা বাদ বিএসএফ বিওপি তে সকাল বেলায় লাইন দেন চাষীরা ভোটার কার্ড জমা করে নাম নথিভুক্ত করার জন্য।চাষীরা জানান যে সকাল ৭ টা সময় চরে যাবার অনুমতি মিলে কিন্তু আজ ৯ টা পার হয়ে গেলেও যেতে দেয়নি বিএসএফ জওয়াবেরা তারি প্রতিবাদে বিওপী থেকে ঘুরে এসে বামনা বাদ স্কুলের কাছে ১১৭ নং বিএসএফ জওয়ান দের গাড়ি আটকিয়ে রাস্তা অবরোধ করে রাস্তায় শুয়ে বিক্ষোভ দেখান।ঘটনায় খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন সাগর পাড়া ও রাণীনগর থানার ওসি সহ বিশাল পুলিশ বাহিনী এসে ,চাষীদের সঙ্গে কথা বলে বিক্ষোভ কারীদের নিয়ে বিএসএফ ক্যাম্পে আলোচনার জন্য বসেন এবং রাস্তা অবরোধ তুলে নেয় চাষীরা। এই বিষয়ে ১১৭ নং বিএসএফ ডি আই বি ইন্সপেক্টর আর কে গোরা বলেন যে তেমন কিছু ঘটনা ঘটেনি সামান্য ভুল বোঝাবুঝির জন্য এই অবস্থা তবে সব মিটে গিয়েছে।
সব বিওপি তে সঠিক সময় এন্ট্রি শুরু হয়েছে ,কিছুটা সময় দেরি হওয়ার জন্য চাষীরা ঘুরে এসে আমাদের একটা গাড়ি ওই দিকে ছিল সেই সময় চাষীরা গাড়িটি কে আটক করে বিক্ষোভ দেখান।পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্তরণে আনেন। সব শান্ত এখন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct