আপনজন ডেস্ক: করোনায় মৃতদের দেহ এবার পরিবারের হাতে তুলে দেওয়ার সিদ্দান্ত নিল রাজ্য সরকার। তবে, কোভিড আক্রান্ত হযে মৃতকে নিয়ে পরিবারের কেউ বাড়িতে নিয়ে যেতে পারবেন না, তাদেরকে সরাসরি শ্মশান বা কবরস্থানে নিয়ে যেতে হবে। সেইখানেই যে যার ধর্মীয় মতে শেষকৃত্য সম্পন্ন করতে হবে।
এর আগে রাজ্যের স্বাস্থ্য দফতরের নির্দেশিকা অনুযায়ী কোভিড আক্রান্ত হয়ে মৃতদের রোগীর পরিবারের হাতে তুলে দেওয়া হত না। ফলে, করোনায় মৃতদের পরিবারে পক্ষ থেকে ক্রমশ ক্ষোভ দেখানো হচ্ছিল। বিশেষ করে যখন রাজ্য সরকারের নিষেধাজ্ঞা ছিল করোনয় মৃতদের তাদের পরিবারের হাতে তুলে না দিয়ে সরাসরি সৎকার করার তখন তাদের সৎকার করা হত অনেক দেরিতে। এ ব্যাপারে সরকারি নির্দেশিকা অনুযায়ী, মৃত্যুর ৩ ঘণ্টার মধ্যেই করোনা মৃতদেহের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করতে হবে। কিন্তু গত একমাসে দেখে গিয়েছে, কোথাও রোগী মৃত্যুর ২০ ঘণ্টা পর্যন্ত পড়েছিল দেহ, আবার কোথাও সেটা একদিন পেরিয়ে গিয়েছে। তাই রাজ্য সরকার নতুন নির্দেশিকা জারি করেছে শনিবার। যেখানে বলা হয়েছে, হাসপাতালে হোক বা বাড়িতে, যে এলাকায় রোগীর মৃত্যু হচ্ছে সেখানকারই নির্দিষ্ট শ্মশান বা কবরস্থানে দেহ সৎকারের ব্যবস্থা করা যাবে। তবে পুরো বিষয়টিই জানাতে হবে স্থানীয় নোডাল অফিসারকে। তিনিই দায়িত্ব নিয়ে মৃতদেহ বহন থেকে অন্ত্যেষ্টির যাবতীয় ব্যবস্থা করবেন। করোনা আক্রান্তের হাসপাতালে মৃত্যু হলে মৃতের দেহ বাড়ির লোকের হাতে তুলে দেওয়া যাবে। তবে মৃতদেহ বাড়িতে না নিয়ে গিয়ে সরাসরি সৎকার করার জন্য নিয়ে যেতে হবে শ্মশান বা কবরস্থানে। আর সেক্ষেত্রে পরিবার থেকে মাত্র ছজনকে যাওয়ার অনুমতি দেওয়া হবে। তাঁদের পিপিই কিট থেকে মাস্কের সমস্ত খরচ রাজ্য সরকারের।
শববাহী গাড়ি আগে থেকে স্যানিটাইজেশন করে রাখতে হবে। সরকারি নির্দেশিকা মানা হচ্ছে কিনা দেখতে একজন নোডাল অফিসার নিয়োজিত থাকবেন। তার উপস্থিতিতে সৎকার সম্পন্ন করতে গবে। নতুন নির্দেশিকায় বলা হয়েছে, হাসপাতালে হোক বা বাড়িতে, যে এলাকায় রোগীর মৃত্যু হচ্ছে সেখানকারই নির্দিষ্ট শ্মশান বা কবরস্থানে দেহ সৎকারের ব্যবস্থা করা যাবে। তবে পুরো বিষয়টিই জানাতে হবে স্থানীয় নোডাল অফিসারকে। তিনিই দায়িত্ব নিয়ে মৃতদেহ বহন থেকে অন্ত্যেষ্টির যাবতীয় ব্যবস্থা করবেন। নির্দেশিকায় এটাও জানানো হয়েছে, যদিও বাড়িতেই কোনও রোগীর মৃত্যু হয় এবং ঘণ্টার পর ঘণ্টা দেহ পড়ে থাকে। ওদিকে কোভিড রিপোর্ট আসতে দেরি হচ্ছে, তখনও কোভিড বিধি মেনে ওই দেহ সৎকার করা যাবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct