সেখ মহম্মদ ইমরান, মেদিনীপুর: করোনার দ্বিতীয় ঢেউয়ের মাঝেই যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হলো অনলাইন আলোচনা সভা বা ওয়েবনিয়ার। মেদিনীপুর শহরের অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান কে ডি কলেজ অফ কমার্স এন্ড জেনারেল স্টাডিজের জাতীয় সেবা প্রকল্পের ব্যবস্থাপনায় এবং মেদিনীপুর সমন্বয় সংস্থার মেদিনীপুর টাউন আঞ্চলিক শাখার সহযোগিতায় অনলাইনে একটি ওয়েবিনার বা আলোচনা চক্র অনুষ্ঠিত হলো। অনলাইনে বিশেষ অ্যাপের মাধ্যমে বিভিন্ন কলেজের জাতীয় সেবা প্রকল্পের স্বেচ্ছাসেবক, প্রোগ্রাম অফিসার,অন্যান্য অধ্যাপক-আধ্যাপিকা, ছাত্রছাত্রী, শিক্ষাকর্মী এবং মেদিনীপুর সমন্বয় সংস্থার সদস্য-সদস্যারা এই ওয়েবনিয়ারে যোগ দেন।প্রায় সাড়ে তিন শতাধিক মানুষ এতে যোগ দেন। এই আলোচনা চক্রের মুখ্য বক্তা ছিলেন কল্যানীর অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্স (এইমস)-এর মাইক্রোবাইলোজি বিভাগের সহকারী প্রধান অধ্যাপিকা ড.মল্লিকা সেনগুপ্ত।
আলোচনা চক্রের উদ্বোধন করেন মেদিনীপুর সমন্বয় সংস্থার সভাপতি তথা বোস ইনস্টিটিউটের প্রাক্তন অধ্যাপক তথা ইমেরিটাস বিজ্ঞানী ড.নিতাই চন্দ্র মন্ডল।সভাপতিত্ব করেন কে ডি কলেজের অধ্যক্ষ ড. দুলাল চন্দ্র দাস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের জাতীয় সেবা প্রকল্পের কো-অর্ডিনেটর ড. তপন কুমার দে।
অতিথিদের ও অংশগ্রহণকারীদের সাদর সম্ভাষণ জানান ওয়েবিনারের আহ্বায়ক তথা কে ডি কলেজের জাতীয় সেবা প্রকল্পের সম্পাদক, কলেজের গ্রন্থাগারিক ও মেদিনীপুর সমন্বয় সংস্থার মেদিনীপুর টাউন আঞ্চলিক ইউনিটের কার্যকরী সভাপতি ড.মিলন কুমার সরকার। ধন্যবাদ জ্ঞাপন করেন সমন্বয় সংস্থার মেদিনীপুর টাউন আঞ্চলিক ইউনিটের সভাপতি মানিক চন্দ্র ঘাঁটা। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন জাতীয় সেবা প্রকল্প, ইউনিট-৩ এর প্রোগ্রাম অফিসার ড. উত্তম কুমার জেনা।কোভিডে বর্তমান রাজ্য ও দেশের অবস্থান, আগের থেকে বর্তমান স্ট্রেইন এর ভয়বহতা, বর্তমানে কিভাবে করোনা ভাইরাস দ্রুত ছড়াচ্ছে, বর্তমান মানসিক উদ্বেগের কারণগুলি কি কি এবং কি কি সতর্কতা অবলম্বন করতে হবে ও কিভাবে প্রতিরোধ করা যায় বিষয়গুলি নিয়ে বক্তারা আলোচনা করেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct