কুতুবউদ্দিন মোল্লা, রায়দিঘি: দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘি বিধানসভা কেন্দ্রে করোনা নিয়ে সতর্ক বার্তা দিলেন রায়দিঘি বিধানসভার বিধায়ক অলক জলদাতা। করোনা পরিস্থিতিতে দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে করোনা সংক্রমণ থেকে সাধারণ মানুষকে সচেতন করতে যে বার্তা দিয়েছেন তা নিয়ে তিনি জরুরি বৈঠক করেন। এই বৈঠক থেকে করোনাসংক্রমণ ঠেকাতে এই বিধানসভার ১৭ টি গ্রাম পঞ্চায়েতে করোনা সংক্রমণ নিয়ে সাধারণ মানুষকে সচেতন করার প্রচার শুরু করার উদ্যোগ নেওয়া হয়েছে। এদিন প্রথম দেবীপুর গ্রাম পঞ্চায়েত থেকে সেই প্রচার শুরু হয়।
এই গ্রাম পঞ্চায়েতের খটির বাজারে ফেস্টুন নিয়ে করোনা সংক্রমন রুখতে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে মাস্ক পরে পদযাত্রা শুরু করেন তিনি। পরে নিজে হাতে চুন দিয়ে নিজের নির্বাচনী দেওয়াল মুছে “করোনা সংক্রমন রুখতে বাইরে বের হলে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে” তা নিয়ে দেওয়াল লিখনের মাধ্যমে প্রচার শুধু করেন বিধায়ক ডা: অলক জলদাতা। শেষে এই বাজার এলাকায় সমস্ত ব্যবসায়ীদের পাশাপাশি পথচলতি মানুষদের হাতে মাস্ক তুলে দিয়ে সচেতন করেন তিনি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct