আপনজন ডেস্ক: উমরাহ পালন করতে আসা বিদেশি নাগরিকদের জন্য করোনা ভাইরাস সংক্রমণে সৌদি আরবের হজ ও উমরাহ মন্ত্রক ছ লাখ ৫০ হাজার সৌদি রিয়ালের চিকিৎসা বিমার ঘোষণা দিয়েছে। ভারতীয় মুদ্রায় যা এক কোটি ২৭ লাখ টাকার মতো। সৌদি হজ ও উমরাহ মন্ত্রক বুধবার এই ঘোষণা করেছে বলে জানা গেছে।
এই ঘোষণা অনুসারে যদি কোনও বিদেশি উমরাহ যাত্রী উমরাহ করতে এসে করোনা ভাইরাস সংক্রমণে আক্রান্ত হলে তিনি চিকিৎসা খরচের জন্য ৬ লাখ ৫০ হাজার রিয়াল পাবেন।
অপরদিকে যদি ওই যাত্রীকে স্বাভাবিক ১৪ দিনের মেয়াদের চেয়ে বেশি কোয়ারেন্টিনে থাকতে হয়, তবে তার জন্য ইনস্যুরেন্স কোম্পানিগুলো প্রতিদিনের জন্য তাদের ৪৫০ রিয়াল বা প্রায় ৯ হাজার টাকা কোয়ারেন্টাইন খরচ দেবে। আরো জানানো হয়েছে, করোনায় কোনো বিদেশি উমরাহ যাত্রীর মৃত্যু হলে মৃতের দেশে তার লাশ ফেরত পাঠাতে ৬ হাজার পাঁচ শ’ রিয়াল বা বারথীয় মুদ্রায় ১ কোটি ২৭ লক্ষ টাকা খরচ দেওয়া হবে।
এর আগে গত রোববার সৌদি সেন্ট্রাল ব্যাংক ও কাউন্সিল অব কোঅপারেটিভ হেলথ ইনস্যুরেন্স এক যুক্ত ঘোষণায় জানায়, সৌদি আরবে ভ্রমণ বা হজ-উমরাহ করতে এসে কোনো বিদেশি নাগরিক করোনা ভাইরাস সংক্রমিত হলে তাকে নির্দিষ্ট বিমা নীতির অধীনে চিকিৎসা দেওয়া হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct