আপনজন ডেস্ক: করোনা সংক্রমণের জন্য সৌদি আরবে এব বছর হজ সম্পন্ন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। করোনা আবহের মধ্যে যদিও উমরাহ পালিত হচ্ছে সৌদি আরবে। উমরাহ পালনে মক্কার মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববিতে ব্যাপক ভিড়ের কথা জানিয়েছে সৌদি সরকারের হজ ও উমরাহা বিষয়ক মন্ত্রক। যদিও সব ক্ষেত্রে কড়া করোনা বিধি মেনেই তবেই উমরাহ পালিত হচ্ছে। কিন্তু করোনার দ্বিতীয় ঢেউ বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ায় এ বছর হজ হবে কিনা তা নিয়ে সংশয় দেখা দেয়।
গত বছরের পরিস্থিতির কথা উল্লেখ করে বেশ কিছূ আন্তর্জাতিক গণমাধ্যমে এবছরও বিদেশদের জন্য হজ নিষিদ্ধ হতে পারে বলে খবর প্রকাশিত হয়। ওই খবরে বলা হয়, গত বছরের মতো বিদেশি হজযাত্রী ব্যতিরেকে শুধু সৌদি আরবের অধিবাসীদের জন্য হজ করার অনুমতি মিলতে পারে। এই খবর প্রচার হতেই বিভিন্ন দেশ থেকে সৌদিতে অবস্থিতি বিভিন্ন দেশের দূতাবাসে খোঁজখবর নেওয়া শুরু হয়, সত্যিই এ বছর সৌদি আরব সরকার বিদেশিদের জন্য হজ নিষিদ্ধ করছে কিনা।
বিষয়টি নিয়ে ব্যাপক হইচই ও বিশ্বের ধর্মপ্রাণ মুসলিমরা হজ করার নিয়ে উদ্বেগে থাকায় সৌদি আরব সরকারের পক্ষ বিবৃতি দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার সৌদি আরবের হজ ও উমরাহ বিষয়ক মন্ত্রক এক বিবৃতিতে জানিয়ে দিয়েছে, এ বছর বিদেশিদের জন্য হজ নিষিদ্ধ এমন কোনও সিদ্ধান্ত এখনও সৌদি সরকার নেয়নি।এই খবর ফলাও করে ছেপেছে সৌদি গেজেট, আল আরাবিয়া প্রভৃতি সংবাদপত্র।
এ ব্যাপারে সৌদি আরবের হজ ও উমরাহ বিষয়ক মন্ত্রক মুখপাত্র হিশাব সাঈদ বলেন, সৌদি সরকার বিশ্বের সমস্ত মানুষকে নিয়ে হজ করতে আগ্রহী। তবে হজযাত্রীদের নিরাপত্তা নিয়েও চিন্তা করছে সরকার। যদিও তিনি জানান, করোনা ভাইরাসের সংক্রমণের কারণে গত বছর বিদেশিদের হজ করারর অনুমতি দেওয়া হয়নি, শুধু সৌদি আরবের সীমিত সংখ্যক মানুষকেই হজ করারর ানমুতি দেওয়া হয়েছিল। সৌদি আরবের হজ ও উমরাহ বিষয়ক মন্ত্রকের ডেপুটি মন্ত্রী আগে জানিয়েছিলেন, এ বছর করোনা বিধি মেনে বিদেশিদেরও উমরাহ পালনের অনুমতি দেওয়া হয়েছে। কি সৌদি আরবের বাসিন্দা কি বিদেশি সবাইকে ইয়াতমারনা ও তাওয়াক্কালনা অ্যাপে নাম নথিভুক্তের মাধ্যমে ও কঠোর করোনা বিধি মানার মাধ্যমে উমরাহের অনুমতি দেওয়া হয়েছে। কঠোরভাবে মানা হয়েছে সামাজিক দূরত্ব।
সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের অর্থনৈতিক সংস্কার পরিকল্পনা অনুযায়ী দেশটি ২০২০ সাল নাগাদ উমরাহ ও হজের জন্য আগত মুসল্লিদের সংখ্যা দুই কোটিতে উন্নীত করতে চেয়েছিল। আর ২০৩০ সালের মধ্যে এই সংখ্যা তিন কোটিতে নিয়ে যেতে চেয়েছিল তারা। হজ থেকে প্রতিবছর ১ হাজার ২০০ কোটি মার্কিন ডলার আয় হতো সৌদি আরবের। কিন্তু করোনা সংক্রমণ সব কিছু ওলট পালট করে দিয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct