আপনজন ডেস্ক: অল্পের জন্য জোরা রক্ষা পেলেন মালদ্বীপের প্রাক্তন প্রেসিডেন্ট মুহাম্মদ নাশিদ। মালদ্বীপের প্রাক্তন প্রেসিডেন্ট মুহাম্মদ নাশিদ সেদেশের রাজধানী মালেতে তাঁর বাড়ির বাইরে এক বিস্ফোরণে গুরুতর আহত হয়েছেন। বর্তমানে হাসপাতালে তার চিকিৎসা চলছে বলে জানিয়েছে মালদ্বীপরে পুলিশ।
জানা গেছে, এই মর্মান্তিন ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সন্ধ্যায়। তার বাসভবনের সামেন এই বেস্ফারণে ঘটনা ঘটলেও এখনও এর পছিণে কারা যুক্ত বা বিস্ফোরণের কারন সম্পর্কে কিছু জানা যায়নি। তবে বিস্ফোরণের কারণ এখনো জানা যায়নি।
মালদ্বীপের প্রাক্তন প্রেসিডেন্ট মুহাম্মদ নাশিদ প্রেসিডেন্ট পদ ছাড়রেও তিনি এখন মালদ্বীপের পার্লামেন্টের বর্তমান স্পিকার। নাশিদের আহত হওয়ার বিষয়টি নিয়ে মালদ্বীপ লিপুশের পক্স থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, বিস্ফোরণে পার্লামেন্টের স্পিকার মুহাম্মদ নাশিদ আহত হয়েছেন। তিনি এডিকে হাসপাতালে চিকিৎসাধীন।
দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলে প্রচার করা ছবিতে দেখা গেছে, নিরাপত্তাকর্মীরা ঘটনাস্থল নিরাপত্তাবেষ্টনী তৈরিতে কাজ করছেন। ওই ঘটনায় একজন বিদেশি পর্যটকও আহত হয়েছেন।
নাশিদের মালডিভিয়ান ডেমোক্রেটিক দলের সদস্য ও দেশটির পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ সাহিদ টুইট করে বলেছেন, পার্লামেন্টের স্পিকার, সাবেক প্রেসিডেন্ট মুহাম্মদ নাশিদের ওপর সন্ধ্যায় আক্রমণের তীব্র নিন্দা জানাই।
সাহিদ আরও বলেছেন, আমাদের সমাজে এ ধরনের কাপুরুষোচিত আক্রমণের কোনো জায়গা নেই। সাবেক প্রেসিডেন্ট নাশিদ এবং আর যাঁরা এ আক্রমণে আহত হয়েছেন, তাঁদেরসহ পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct