সেখ আনোয়ার হোসেন,হলদিয়া: পূর্ব মেদিনীপুরের কোলাঘাট ফুলবাজার রাজ্যের দ্বিতীয় বৃহত্তম ফুল বাজার বলে পরিচিত পরিচিত। এই ফুলবাজারে প্রতিদিন পূর্ব - পশ্চিম মেদিনীপুর, হাওড়া জেলা থেকে কয়েকহাজার ক্রেতা বিক্রেতা প্রতিদিন আসেন লোকাল ট্রেন বন্ধ হওয়ার কারণে চরম সমস্যার মধ্যে পড়েছেন ক্রেতা-বিক্রেতারা। কারণ দূরবর্তী এলাকা থেকে ফুল নিয়ে বিক্রি করতে আসতে পারছেন না বা বিক্রি করতে যেতে পারছেন না। এমনটাই অভিযোগ কোলাঘাটের ফুল ব্যবসায়ীনও চাষিদের।
তাদের দাবি সারাদিনে কয়েকটি ট্রেন চালু রাখুক রেলদপ্তর। না হলে প্রতিদিন ক্ষতির শিকার হবেন দিন আনা দিন খাওয়া চাষি ও ব্যবসায়ীরা। কোলাঘাট ফুল বাজারে প্রতিদিন তিন থেকে চার হাজার মানুষজন আসেন ফুল বিক্রি বা ব্যবসা করতে।
লোকাল ট্রেন বন্ধ থাকার কারণে সমস্যায় পড়েছেন ব্যবসায়ীরা। দাবি সারাদিনে বেশকিছু ট্রেন চালু রাখুক। নাহলে মাঠের ফুল মাঠেই শুকোবে। এই করোনা পরিস্থিতিতে আর্থিক সংকটে পড়বেন কয়েক হাজার এই ফুল চাষি ও বিক্রির সাথে যুক্ত কয়েক হাজার মানুষ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct