আপনজন ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যমের এই এক বড় শক্তি। ভীষণ প্রয়োজনের সময় সেই শক্তি কাজে লাগে, ব্যবস্থা হয়ে যায় নানা রকম সাহায্যের। নিজের এক আত্মীয়ের জন্য জরুরি ভিত্তিতে অক্সিজেন দরকার ছিল ভারতের প্রাক্তন ক্রিকেটার ও চেন্নাই সুপার কিংস তারকা সুরেশ রায়নার। কাল সাহায্য চান সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে। এগিয়ে আসেন বলিউড তারকা সোনু সুদ। শেষমেষ অক্সিজেন সিলিন্ডার পাওয়া গেছে বলে জানিয়েছেন রায়না। টুইটারে একটি পোস্ট করেন রায়না, ‘মেরুতে আমার আন্টির জন্য জরুরি ভিত্তিতে অক্সিজেন সিলিন্ডার দরকার।’ কোভিডে আক্রান্ত সেই আত্মীয়ের বয়স ও সমস্যাও টুইটে তুলে ধরেন তিনি। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে এই পোস্টে ট্যাগ করেন ভারতের হয়ে ১৮ টেস্ট ও ২২৬ ওয়ানডে খেলা রায়না।
বলিউড তারকা সোনু সুদ এরপর রায়নার টুইট রি-টুইট করে লেখেন, ‘ভাই, আমাকে একটু বিস্তারিত জানান। আমরা পাঠিয়ে দিচ্ছি।’ রায়না এই পোস্টে মন্তব্য করে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বিস্তারিত পাঠাচ্ছেন বলে জানান। এরপর রায়নার টুইটটি আবারও রি-টুইট করে সোনু সুদ লেখেন, ‘১০ মিনিটের মধ্যে অক্সিজেন সিলিন্ডার পৌঁছে যাচ্ছে ভাই।’ চেন্নাই অলরাউন্ডার রায়না কিছুক্ষণ পর টুইট করেন, ‘ (অক্সিজেন সিলিন্ডার) ব্যবস্থা হয়েছে।’ সবাইকে ধন্যবাদ জানিয়ে সুস্বাস্থ্যও কামনা করেন রায়না। তবে অক্সিজেন সিলিন্ডার সোনু সুদ ব্যবস্থা করে দিয়েছেন কি না, রায়না তা নিশ্চিত করেননি।
ভারতে করোনার সংক্রমণ ভয়াবহ আকার ধারণ করেছেন। প্রতিদিন গড়ে ৩ লাখের বেশি মানুষ আক্রান্ত হচ্ছেন কোভিড-১৯ ভাইরাসে। এই পরিস্থিতির মধ্যে ‘আশিক বানায়া আপনে’খ্যাত অভিনেতা সোনু সুদ মানুষের জন্য কাজ করছেন। নিজ উদ্যোগে বাস, ট্রেন, এমনকি উড়োজাহাজে করেও এ পর্যন্ত ভারতের বিভিন্ন রাজ্যের দিনমজুর ও তাঁদের পরিবারকে বাড়ি পাঠিয়েছেন তিনি। এ ছাড়া বেঙ্গালুরুতে সোনু সুদ ফাউন্ডেশন অক্সিজেন সিলিন্ডারের ব্যবস্থা করে দিয়ে করোনা রোগীদের জীবন বাঁচানোর চেষ্টা করছে।
রায়নার টুইটের দিনই বেঙ্গালুরুর এক হাসপাতাল থেকে খবর আসে সোনু সুদের দলের কাছে, ২০-২২ রোগীর অবস্থা সংকটাপন্ন, অক্সিজেন সিলিন্ডার পাওয়া যাচ্ছে না। সোনুর দল সেখানে অক্সিজেন সিলিন্ডারের ব্যবস্থা করে রোগীদের জীবন বাঁচায়। পরে আরও ১৫টি সিলিন্ডার পাঠানো হয়।
আইপিএলের শুরু থেকেই চেন্নাই সুপার কিংসের সঙ্গে আছেন রায়না। এবার আইপিএল স্থগিত হওয়ার আগে চেন্নাইয়ের হয়ে ৭ ম্যাচে ১২৩ রান করেন তিনি। গত বছরের আগস্টে আন্তর্জাতিক ক্রিকেট ছাড়েন তিনি। রায়নার অবসর নেওয়ার পর তাঁর উদ্দেশে সোনু টুইট করেছিলেন, ‘আমার ভাই সুরেশ রায়নাকে ছাড়া ক্রিকেট কখনো আগের মতো হবে না। আমার কাছে সব সময় ভারতীয় ক্রিকেট দলের “আত্মা” হয়ে থাকবেন।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct