আপনজন ডেস্ক: পশ্চিম তীরে টহল দেওয়ার সময় সাঈদ ইউনুফ মোহাম্মদ ওদাহ নামে এক ফিলিস্তিনি কিশোরকে (১৬) গুলি করে হত্যা করেছে দখলদার ইসরাইলি সেনারা।
পরে তার লাশ উদ্ধার করে নিয়ে আসে ফিলিস্তিনি রেড ক্রিসেন্টের একটি অ্যাম্বুলেন্স। ফিলিস্তিনের স্বাস্থ্যমন্ত্রী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত কিশোরের বাড়ি দক্ষিণ নাবলুস শহরের উপকণ্ঠে ওদলা নামে একটি গ্রামে।
রেড ক্রিসেন্টের কর্মীরা জানিয়েছেন, সাঈদ ইউনুফ মোহাম্মদ ওদাহর পেটে গুলি করে ইসরাইলি বাহিনী। এ সময় ইসরাইলি বাহিনী আরও এক ফিলিস্তিনিকে পিঠে গুলি করে। তিনি এখন হাসপাতালে চিকিৎসাধীন। ইসরাইলি বাহিনীর দাবি, তাদের দিকে ককটেল বোমা ছুড়ছিল ফিলিস্তিনি ওই কিশোররা। এ জন্যই তারা গুলি করেছে।
উল্লেখ্য, ইসরাইল ১৯৬৭ সাল থেকে ফিলিস্তিনী অঞ্চল পশ্চিম তীর দখল করে রেখেছে। এর পর থেকে পশ্চিম তীরে ইসরািইলি বাহিনী ফিলিস্তিনের উপর অত্যাচার চালিয়ে আসছে। দখলদারি তাকায় পশ্চি তরে িএখন ইসরিইলি শাসনেই চলতে হয় ফিলিস্তিনিদের। তাদেরকে ইসরাইলি সেনাদের বন্দুকের নলের মুখে চলতে হয়। এবার সেব মাত্রা ছাড়িয়ে টহলদারির দেওয়ার সময় ইসরাইলি সেনারা গুলি করে হত্যা করে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct