আপনজন ডেস্ক: কৌশলগত কারণে মুসলিমদের দলে রাখতে সংখ্যালঘু মোর্চা তৈরি করেছিল বিজেপি। গেরুয়া নীতিকে সমর্থন করতে মুসলিমদের নিয়ে তৈরি এই মোর্চাকে ঢাল করা হত। বোঝানো হত মুসলিমরা বিজেপির পক্ষে। কিন্তু অসমে মুসলিমদের ভোট না মেলায় সেখানে বিজেপির সংখ্যালঘু মোর্চা ভেঙে দেওয়া হল।
জানা গেছে, অসমে বিজেপি খতিয়ে দেখেছে মুসলিম প্রধান এলাকায় বিজেপির জয়ের মধ্যে কাঁটা মুসলিম ভোট। মুসলিম অধ্যুষিত এলাকায় আশাতীত ফল মেলেনি। তাই এবার সংখ্যালঘু মোর্চাই ভেঙে দিল আসাম বিজেপি। ১২৬টি আসন বিশিষ্ট বিধানসভার জন্য ৮ জন মুসলিম প্রার্থী দিয়েছিল বিজেপি। প্রত্যেকেই হেরেছেন। লজ্জায় মাথা কাটা গেছে গেরুয়া শিবিরের। তাই ঢাকঢোল পিটিয়ে তৈরি করা এই সংখ্যালঘু মোর্চাই তুলে দিল বিজেপি।
আরও জানা গিয়েছে, মুসলিম অধ্যুষিত এলাকার অধিকাংশ বুথে ২০টিরও কম ভোট পেয়েছেন প্রার্থীরা। কোথাও শূন্য বোটও পেয়েছেন। তার জেরে বুধবার কঠিন সিদ্ধান্ত নেয় বিজেপি। এ ব্যাপারে একটি বিবৃতিতে অসম বিজেপির রাজ্য সভাপতি রঞ্জিত দাস জানিয়েছেন, সংখ্যালঘু মোর্চার রাজ্য, জেলা ও মণ্ডল স্তরের কমিটি ভেঙে ফেলা হচ্ছে। তার ধারণা মুসলিম কর্মীরা দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন।
উল্লেখ্য, এবারের বিধানসভা নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট পেয়েছে ৭৫টি আসন, কংগ্রেস নেতৃত্বাধীন মহাজোট জিতেছে ৫০টি আসনে এবং একটি আসনে জিতেছেন জেলবন্দি সমাজকর্মী অখিল গগৈ। যেখানে এনডিএ-র ৮ জন মুসলিম প্রার্থীই হেরেছেন, সেখানে কংগ্রেসের মহাজোটের ৩১ জন প্রার্থী ভোটে জিতে বিধানসভায় যাচ্ছেন। এদিকে, অসম বিজেপির সংখ্যালঘু মোর্চার মুখতার হোসেন খান বলেছেন, কেন সংগঠন ভেঙে দেওয়া হল তা তিনি জানেন না।
অন্যদিকে, পশ্চিমবঙ্গেও বিজেপি সংখ্যালঘু ভোট পায়নি বলে ধারণা। তাদের সব মুসলিম প্রার্থী হেরেছেন। তাই এবার বাংলার সংখ্যালঘূ মোর্চা ভাঙার পালা কিনা সেটাই দেখার।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct