আপনজন ডেস্ক: নির্বাচনের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জোর প্রচার চালিয়েছিলেন প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি নিয়ে। এই কেন্দ্রীয় প্রকল্পে কৃষকদের অ্যাকাউন্টে ১৮ হাজার টাকা করে দেওয়ার। সেই মতো দেশজুড়ে বিভিন্ন রাজ্য থেকে কৃষকরা আবেদন জানান। পূরণ করা ফর্মের ভিত্তিতে যাদেরকে টাকা দেওয়ার জন্য মনোনীত কৃষকদের নাম সংশ্লিষ্ট পোর্টালে তোলা হয়েছে। এবার কেন্দ্রে সেই প্রতিশ্রুতি কৃষকদের টাকা দেওয়াার অার্জি জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর মমতা প্রথমে প্রধানমন্ত্রীকে করোনা ভ্যাকসিন বিনামূল্যে রাজ্যের জনগণকে দেওয়ার আর্জি জানান। এবার তিনি সওয়াল করলেন কৃষকের জন্য।
চিঠিতে লেখা পরিসংখ্যান উল্লেখ করে বৃহস্পতিবার নবান্নে মুখ্যমন্ত্রী বলেন, ‘পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পে কৃষকদের নাম পোর্টালে তুলে দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী বলেছিলেন কৃষকদের ১৮,০০০ টাকা করে দেওয়া হবে। প্রধানমন্ত্রী ভোটের আগে এ কথা বলেছিলেন, এবার কৃষকদের অ্যাকাউন্টে টাকা দিন।’
মমতা অভিযোগ করেন, প্রধানমন্ক্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পে রাজ্য থেকে কৃষকদের রাজ্য নাম পাঠানো সত্ত্বেও এই কেন্দ্রীয় প্রকল্পটির সুবিধা থেকে তারা বঞ্চিত হয়েই রয়েছে। এমনকী এ নিয়ে আগে বহুবার কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন জানানো হলেও তার কোনও ফল মেলেনি।
চিঠিতে পরিসংখ্যান তুলে দরে বলা হয়েছে, পিএম কিষাণ নিধি প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার জন্য রাজ্যের তরফে ২০২০ সালের ৬ নভেম্বর ২১.৭৯ লক্ষ কৃষকের নাম পাঠানো হয়েছিল। তাদের মধ্যে মাত্র ১৪.৯১ লক্ষ কৃষকের নাম েপার্টালে তোলা হয়েছে। পোর্টালে মাত্র ৯.৮৪ লক্ষ মানুষের নাম যাচাই করার পর কিষাণ নিধির জন্য চিহ্নিত করা হয়েছে। অথচ রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পে এখনও পর্যন্ত উপকৃত হয়েছেন ৫৭.৬৭ লক্ষ কৃষক। ২০২১ সালের ফেব্রুয়ারি পর্যন্ত এর জন্য ২০০ কোটি ব্যয় করা হয়েছে। এভাবে রাজ্যের কৃষকদের প্রতি কেন্দ্রীয় সরকারের বঞ্চনার কথা তুলে ধরেন মমতা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct