আপনজন ডেস্ক: তৃতীয়বারের জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর পদে শপথ নেওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় হুঁশিয়ারি দিয়েছিলেন রাজ্যে কোনো ধরনের রাজনৈতিক হিংসা তিনি বরদাস্ত করবেন না। যদিও, বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর রাজ্যের বেশ কিছু জায়গায় রাজনৈতিক হিংসার খবর পাওয়া গেছে। সেই হিংসার প্রায় ১৪ জনের মৃত্যু হয়েছে। অবশ্য বেশিরভাগ ক্ষেত্রে শাসক দলের বিরুদ্ধে আক্রমণের অভিযোগ উঠেছে।
এই নির্বাচন পরবর্তী হিংসা নিয়ে ইতিমধ্যে ময়দানে নেমে পড়েছে বিজেপি। আর এক বিরোধী দল আইএসএফ তাদের এক সমর্থককে নৃশংসভাবে খুন করার তীব্র প্রতিবাদ জানিয়েছে। এভাবে রাজনৈতিক হিংসা চলতে থাকায় মুখ্যমন্ত্রী কড়া হাতে তা দমনের কথা বলেছিলেন। এবার নির্বাচন পরবর্তীতে রাজনৈতিক হিংসায় যাদের প্রাণ গিয়েছে তাদের পরিবারের প্রতি সহমর্মিতার হাত বাড়িয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, নির্বাচন পরবর্তীতে রাজনৈতিক হিংসায় যাদের প্রাণ গিয়েছে তাদের পরিবার পিছু ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে।
উল্লেখ্য, তৃতীয়বার মুখ্যমন্ত্রী হিসেবে মমতার শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হলেও রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ হাজির না থেকে অসৌজন্যতা প্রকাশ করেছেন। কিন্তু মমতা মূলত শাসক দলের সমর্থকদের হামলার নিহত বিরোধী দলের সমর্থকদের মৃত্যুতে সহমর্মিতা দেখাতে ভুল করেননি।
মুখ্যমন্ত্রী নির্বাচন পরবর্তী হিংসায় যারা নিহত হয়েছেন তাদের পরিবারকে ২ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করে বলেছেন, ক্ষতিপূরণ দেওয়ার ক্ষেত্রে দল, মত, বর্ণ, জাত, ধর্ম দেখা হবে না।
মমতা বলেন, ‘আমরা ক্ষতিপূরণ দিতে চলেছি যাঁরা নির্বাচনের পর হিংসার বলি হয়েছেন তাদের পরিবারকে। দু’লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। আর সেখানে কোনও দল, রং, জাত, ধর্ম দেখা হবে না। প্রত্যেক মৃত্যুই দুঃখজনক। ক্ষতিপূরণ দিয়ে সেই দুঃখ মেটানো যায় না। তবু আমরা এই সিদ্ধান্ত নিয়েছি।’
মুখ্যমন্ত্রী যখন এমন সিদ্ধান্ত নিয়েছেন তখন রাজ্যে আসতে চলেছে এক কেন্দ্রীয় দল। তারা রাজ্যে নির্বাচন পরবর্তীতে যে হিংসা চলছে সেই পরিস্থিতি খতিয়ে দেখে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে রিপোর্ট দেবে। সেই রিপোর্টের উপর ভিত্তি করে স্বরাষ্ট্রমন্ত্রী পশ্চিমবঙ্গের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
তবে, নির্বাচনের ফল বেরতে না বেরতে এভাবে কেন্দ্রীয় দল রাজ্যে পাঠানোয় চরম ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই সম্পর্কে ক্ষোভ উগরে দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘বিজেপি নেতারা ঘুরে বেড়াচ্ছেন এবং উসকানি দিচ্ছেন। নতুন সরকার ক্ষমতায় এসেছে ২৪ ঘন্টা হয়নি।তার মধ্যে চিঠি পাঠাচ্ছে, কেন্দ্রীয় প্রতিনিধিদল পাঠাচ্ছে, নেতারা আসছেন। আসলে তারা মানুষের রায় মেনে নিতে রাজি নয়। আমি তাদের কাছে অনুরোধ করছি মানুষের রায় মেনে নিন। আর যেভাবে নির্বাচনের পরেই রাজ্যে কেন্দ্রীয় দল পাঠানো হচ্ছে তা নজিরবিহীন। ইতিপূর্বে এমনটা দেখা যায়নি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct